চট্টগ্রাম ব্যুরো :: মীরসরাইয়ে দুই ভূয়া ডি বি পুলিশকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ট্রাক সহ মালামাল ছিনতাইকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাহিদ ইন্ড্রাট্রিজের ট্রাক ভর্তি গ্যাসের সিলিন্ডিার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট থেকে লক্ষ্য করে মহাসড়কের ওয়াহেদপুর এলাকায় গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে দুই ব্যক্তি ডি বি পুলিশ পরিচয়ে ট্রাকটির ড্রাইবার আল আমিনকে বলে উক্ত ট্রাকটিতে অবৈধ মালামাল আছে। আল আমিনকেকে মালামাল সহ থানায় নিয়ে যাওয়ার কথা বললেও অন্যদিকে নিয়ে যায়। তারা ড্রাইবারকে ট্রাক থেকে মহাসড়কের বড়তাকিয়ার পোলমোগরা গ্রামে নিয়ে জখম করে তার কাছে থাকা নগদটাকা, মোবাইল, সব নিয়ে যায়। ড্রাইবারের কাছ থেকে সব লুটে মালভর্তি ট্রাক ছিনতাই করার সময় ট্রাক ড্রাইবার চিৎকার করলে জনতা জড়ো হয়ে ধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। ধৃত ভূয়া বিডি পুলিশ হল মীররসরাইয়ের গোপিনাথপুরের আশিক এলাহী রাশেল (২৮) এবং মীরসরাই পৌর এলাকার আমির হোসেন (৩০। এ ঘটনায় ট্রাক চালক আল আমিন বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। মীরসরাই থানার উপ-পরিদর্শক মাহবুব মিল্কী জানান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাহিদ ইন্ড্রাট্রিজের ট্রাক ভর্তি গ্যাসের সিলিন্ডিার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট থেকে লক্ষ্য করে মহাসড়কের ওয়াহেদপুর এলাকায় গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে দুই ব্যক্তি ডি বি পুলিশ পরিচয়ে ট্রাকটির ড্রাইবার আল আমিনকে বলে উক্ত ট্রাকটিতে অবৈধ মালামাল আছে। আল আমিনকেকে মালামাল সহ থানায় নিয়ে যাওয়ার কথা বললেও অন্যদিকে নিয়ে যায়। তারা ড্রাইবারকে ট্রাক থেকে মহাসড়কের বড়তাকিয়ার পোলমোগরা গ্রামে নিয়ে জখম করে তার কাছে থাকা নগদটাকা, মোবাইল, সব নিয়ে যায়। ড্রাইবারের কাছ থেকে সব লুটে মালভর্তি ট্রাক ছিনতাই করার সময় ট্রাক ড্রাইবার চিৎকার করলে জনতা জড়ো হয়ে ধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। ধৃত ভূয়া বিডি পুলিশ হল মীররসরাইয়ের গোপিনাথপুরের আশিক এলাহী রাশেল (২৮) এবং মীরসরাই পৌর এলাকার আমির হোসেন (৩০। এ ঘটনায় ট্রাক চালক আল আমিন বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। মীরসরাই থানার উপ-পরিদর্শক মাহবুব মিল্কী জানান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
