রবিবার, ৪ মার্চ, ২০১২

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ কর্তৃক ৭ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার২

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক, জনাব শামছুল ইসলাম, জনাব শাহজাহান ভু্ইঁয়া, জনাব রনোজিত রায়’গনের নেতৃত্বে এসআই/হারুন অর রশিদ, এসআই/মীর নুরুল হুদা, এসআই/মঞ্জুরুল আলম মোল্লা, এসআই/মোঃ নুরুজ্জামান, এসআই/হেলাল উদ্দিন, এসআই/ধীমান মজুমদার, এসআই/শহিদের রহমান, এএসআই/রিপন সরকার  সঙ্গীয় ফোর্সসহ নগরীর উত্তর জোন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজীদবোস্তামী থানাধীন বার্মা কলোনণীতে অভিযান চালিয়ে আসামী মোঃ হোসেন@ভুল(৫০), পিতা-মৃত আনজু মিয়া, সাং-বার্মাকলোনী, ভুলু মিয়ার বাড়ী, থানা-বায়েজীদবোস্তামী,  চট্টগ্রাম কে ০৫(পাঁচ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় গাঁজা বিক্রয় করে আসছিল। এই সংক্রান্তে বায়েজীদবোস্তামী থানার মামলা নং-০৭, তারিখ-০৩-০৩-২০১২ইং, ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) রুজু করা হয়েছে। অপর এক অভিযানে গত ০৩-০৩-২০১২ ইং তারিখ মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/আব্দুল মান্নান, এসআই/ সজল কান্তি দে এএসআই/আব্দুল জলিল, এএসআই/এমদাদুল হক, এএসআই/টিটু নাথ, এএসআই/জাহেদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নগরীর বন্দর জোন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডবলমুরিং মডেল থানাধীন মাঝির ঘাট স্ট্যান্ড রোডস্থ রোকেয়া কলোনণীতে অভিযান চালিয়ে আসামী হালিমা বেগম(৪০), স্বামী-আমির হোসেন, সাং-বেপারী পাড়া, আগ্রাবাদ রোকেয়া কলোনী, থানা-ডবলমুরিং, চট্টগ্রাম কে তার ব্যবহৃত বেনিটিক ব্যাগ ভর্তি ০২(দুই) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় গাঁজা বিক্রয় করে আসছিল। এই সংক্রান্তে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৩-০৩-২০১২ইং, ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) রুজু করা হয়েছে। কান ব্যবস্থা গ্রহণ না করায় বেপেরোয়া হয়ে ওঠেছে। সে দেশে যে দল ক্ষমতায় থাকে সেই দলের কর্মী বলে পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রী-এমপির কাছে তদবির করে। সে মন্ত্রী-এমপিকে অন্ধকারে রেখে বিভিন্ন আবেদনে মন্ত্রী-এমপির সুপারিশ নেয়। দুর্তপ্রকৃতির চাঁদাবাজ আয়ান শর্মার বিলাসী জীবন-যাপন নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। তার মা-বাবা কবিরাজ হলেও সে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা আদায় করে। চট্টগ্রামবাসির প্রশ্ন চাঁদাবাজ আয়ান শর্মার খুটির জোর কোথায়। ভুক্তভোগীদের জিজ্ঞাসা তাকে কি সংশ্লিস্ট প্রশাসন গ্রেফতার করবে না?



Ruby