skip to main |
skip to sidebar
১০০ তম জন্মদিন পালিত হল বিশ্বশ্রী মনোহর আইচের
দীপক রায়, পশ্চিমবঙ্গ, ভারত থেকে :: ১৯১৩ সালের ১৭ মার্চ কুমিল্লার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন বিশ্বশ্রী মনোহর আইচ। তারা ছিলেন দুই ভাই এক বোন। ছেলেবেলা থেকেই ব্যায়ামের প্রতি ছিল তার অগাধ ভালবাসা। ব্রিটিশ আমলের শেষ দিকে যোগ দেন রয়্যাল এয়ারফোর্সে। কিন্তু সেখানে বিদ্রোহ করে জেলেও যেতে হয়েছিল তাঁকে। অবশেষে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তি পান তিনি। এবার তার ১০০ তম জন্মদিনে গতকাল বেশ জমকালোভাবে পালন করার উদ্যোগ নিয়েছিলেন তার শুভাথীরা। গতকাল সকালে দমদম এলাকায় তাকে রাজপোশাকে সাজিয়ে ঘোড়ার গাড়িতে করে এলাকায় বিশাল মিছিল বের হয়। তারপরে যুবভারতী ক্রীড়াঙ্গনে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকা ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। অনুষ্ঠানে মনোহর আইচ বলেন, ‘মানুষের শরীরটাই আসল মন্দির। যদি পুজো করতে হয় তা হলে স্বাস্থ্যরক্ষার পুজো করা উচিত। সাধারণ খাবার খেয়েও বিশ্বশ্রী হওয়া যায়।’ পঞ্চাশের দশকে একের পর এক হেলথ ম্যাগাজিনের মলাটে তাঁর ছবি শোভা পেয়েছে। দেশে সাধারণ মানুষের প্রচুর
ভালবাসা পেয়েছেন। ১৯৫০ সালে মিঃ হারকিউলিস প্রতিযোগিতায় খেতাব জেতার পর ১৯৫১ সালে প্রথমবারের জন্য লন্ডনে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন। দ্বিতীয় হয়ে অভিষেকেই চমকে দেন সকলকেই। পরের বছর শিরোপাটা দখলে নেন। মাত্র ৩৯ বছর বয়সে বিশ্বশ্রী সম্মান পান। এখনো পযন্ত বিখ্যাত বেচে থাকা বাঙ্গালীদের মধ্যে তিনিই সম্ভবতঃ ১০০ বছরে পা দিলেন। তাকে বিনম্র শ্রদ্ধা।