রবিবার, ১৮ মার্চ, ২০১২

সোনাতলায় ৩ শিশুকে আটক রেখে নির্যাতন

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: বগুড়ার সোনাতলা উপজেলায় পূর্ব শত্র“তার জের ধরে তিন শিশুকে আটক রেখে নির্যাতনের খবর পাওয়া গেছে জানাগেছে, উপজেলার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সূজাইতপুর (বালুয়া পাড়া) গ্রামের মৃত মোখলেছার রহমান আকন্দের ছেলে মিজানুর রহমান (৪৮) এর সাথে পাশ্ববর্তী একই এলাকার খাটিয়ামারি আবাসন প্রকল্পের বসবাসরত মৃত-ফারাজ আলী মোল্লার ছেলে রোজিত মোল্লা (৫৫) এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এরই এক পর্যায়ে মিজানুর রহমানের ছেলে রায়হান বাবু (৯) আব্দুল মান্নানের ছেলে সৈকত (৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে শাহ্আলম (৮) গত শুক্রবার সকাল ৯টার দিকে সরলিয়া চরে বেড়াতে যায় এ সময় রজিত মোল্লা (৫৫) ও তার ছেলে খলিল মোল্লা (২৫) তিন শিশুকে খাটিয়ামারি আবাসন প্রকল্পের একটি কক্ষে আটকিয়ে রেখে নির্যাতন করা হয় শিশুদের পরিবার তাদের সন্ধান করেও না পেলে লোকমুখে তারা শুনতে পায়, আবাসন প্রকল্পের একটি কক্ষে তাদের আটক রাখা হয়েছে খবর পেয়ে এলাকার লোকজন শুক্রবার সন্ধা ৭ টার দিকে তিন শিশুকে উদ্ধার করে নির্যাতনের কারণে তিন শিশুর অবস্থা অবনতি হওয়ায় তাদের সোনাতলা স্বাস্থ্য কমúে­ক্সে ভর্তি করা হয়েছেএ ঘটনায় পূর্ব সুজাইতপুর গ্রামের মিজানুর রহামান বাদী হয়ে আজ শনিবার সোনাতলা থানায় একটি মামলা (নং-১৩)দায়ের করেছে

এ ব্যাপারে সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদের সাথে কথা বললে তিনি জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Ruby