skip to main |
skip to sidebar
পুরনো প্রেমিক এলার্জি অসিনের
বিনোদন ডেস্ক :: বলিউড তারকাদের মধ্যে বাস্তব জীবনের প্রেম-ভালবাসায় ভাঙ্গাগড়া হরহামেশাই ঘটে। কিন্তু পুরনো প্রেমিক বা প্রেমিকার ছায়া না মাড়ানোর ঘটনা বিরল। বলিউড নায়িকা অসিন এবং নায়ক নীল নীতিন মুকেশের প্রেমের সম্পর্ক এখন অতীত। জানা গেছে, এ অভিনেত্রী এখন তার ছায়াটিও মাড়াতে চান না। কোন অনুষ্ঠানস্থলে পুরনো প্রেমিক মুকেশকে দেখা মাত্র সে জায়গা ত্যাগ করেন অসিন। যতক্ষণ পর্যন্ত না তিনি নিশ্চিত হন মুকেশ সেখানে নেই, ততক্ষণ তিনি সেখানে যান না। এমনকি দক্ষিণ থেকে মুম্বই আসা এই অভিনেত্রী বিষয়টি লুকিয়েও রাখতে চান না। অসিনের এমন আচরণ দেখে সমপ্রতি একটি গসিপ সাইট মন্তব্য করেছে, অসিনের এই নতুন ভাবেরই জয় হোক!