মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

মহাদেবপুর সাব-রেজিষ্ট্রি অফিস ঘুষের স্বর্গরাজ্যে পরিনত, ৫ দিন দলিল সমপাদনের কাজ বন্ধ

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি ::  নওগাঁর মহাদেবপুর সাব-রেজিষ্ট্রি অফিস ঘুষের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। দাতা গ্রহিতাদের  দিনের পর দিন হয়রানী আর অনিয়মের শিকার হতে হচ্ছে। এর প্রভাব পড়ছে চিকিৎসা, শিক্ষা, বিয়ে ও জন্ম মৃত্যুর সন্ধিক্ষনে অসহায় বিধবা, শ্রমিক, কৃষক সহ বিপদগামী দলিল দাতারা। বর্তমান সাব রেজিষ্ট্রার বিপুল কুমারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভরি ভরি। গত ২৭ ফেব্র“য়ারী বিকেলে দলিল লেখক রহিদুল ইসলাম (যার লাইসেন্স নং ২২৬) একটি দলিল স¤পাদনের জন্য সাব রেজিষ্ট্রারের নিকট গেলে সাব রেজিষ্ট্রার বিপুল কুমার ওই দলিলের খাজনার রশিদ বইয়ে একাধিক অনিয়ম দেখতে পান। এই অভিযোগে তিনি আরো অতিরিক্ত ঘুষ দাবি করেন। রহিদুল দিতে আপত্তি জানালে তার দলিল সহ গত ৫ দিন থেকে রেজিষ্ট্রি অফিসের সকল দলিল স¤পাদনের কার্যক্রম বন্ধ রয়েছে। এ ঘটনাটি এলাকার সর্বত্র ছড়িয়ে পড়লে উপজেলা জুরে বিপুল কুমারকে দ্রুত অপসারনের জোর দাবি ওঠে। একাধিক সংবাদ পত্রে তার বিরুদ্ধে এর পূর্বে সংবাদ প্রকাশিত  হলেও এর কোন প্রতিকার নেই। মহুর্তে ঘটনাটি দলিল লেখক ও অফিস পাড়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক হৈ চৈ ও উত্তেজনা শুরু হয়। সাব রেজিষ্ট্রার বিপুল কুমার ও দলিল লেখক রহিদুর একে অপরকে দোষারোপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খারিজের রশিদকে চ্যালেন্স করে বিপুল কুমার তা যাচায়ের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেমায়েত উদ্দীনকে অবগত করলে তিনি সেটি জাল ও ভুয়া বলে রহিদুলকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। সন্ধায় দলিল লেখক সমিতির নেতা ও স্থানীয় প্রভাবশালী নেতা মাসুদ হায়দার, দুলাল হোসেন এর নেতৃত্বে খারিজের রশিদ দাতাকে এনে দেওয়ার শর্তে তাকে ছেরে দেন। ২৮ ফেব্র“য়ারী সকালে রহিদুলের কথা অনুযায়ী দলিল দাতা নাজিম উদ্দীনকে ডেকে আনেন। নাজিম জানান খারিজের সকল কাগজ রহিদুল তৈরী করেছে। ওই দিনই সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হেমায়েত উদ্দীন ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয়ের নগদ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এব্যাপারে সহকারী কমিশনার ভূমি হেমায়েত উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রহিদুল যে খারিজ কাগজ দলিলের সাথে জমা দিয়েছেন তাতে উপরে লেখা আছে রাইগাঁ-এনায়েতপুর ইউনিয়ন ভূমি অফিস, নিচে লেখা আছে চেরাগপুর -ভীমপুর ইউনিয়ন ভূমি অফিস। জাকির হোসেন নামে যে নাম ব্যবহার করা হয়েছে তিনি বর্তমান উত্তরগ্রাম-সফাপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী তহশিলদার হিসাবে কর্মরত আছেন। এ ঘটনায় রহিদুলের সাথে কথা বললে তিনি বলেন কোন প্রয়োজন থাকলে মাসুদ হায়দারের সাথে কথা বলেন। সাব রেজিষ্ট্রার বিপুল কুমারের সাথে কথা বললে তিনি ৫ দিন ধরে দলিল স¤পাদন না করার ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।

মহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ক্ষমা চাওয়ায় ছেড়ে দিলেন অভিযুক্ত যুবককে
মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে বিচারকার্য শেষ করা হয়েছে অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, ঘটনার দিন উপজেলার অলংকারপুর গ্রামের আলহাজ ফজলুর রহমান ওরফে লোকমান মাষ্টারের পুত্র মিলন হোসেন (৩৫) তার নিজ জমির সমাধানে সরকারী ভাবে সার্ভেয়ার চাইতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে যান। ব্যক্তি মালিকানা জমি সরকারী সার্ভেয়ার দিয়ে মাপার বিধান নেই মর্মে সহকারী কমিশনার ভূমি মোঃ হেমায়েত উদ্দীন মিলনকে জানিয়ে দেন। এতে মিলন ক্ষিপ্ত হয়ে বলেন, ভূমি অফিসের লোক যাবে বলে টাকা নিয়েছে। মোঃ হেমায়েত উদ্দীন তার নাম জানতে চাইলে মিলন জানাতে আপত্তি জানিয়ে তাকে অশালিন ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাহিরে গেলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেমায়েত উদ্দীন তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দিলে থানার এস আই রতন সঙ্গীয় ফোর্স সহ এসে মিলনকে হ্যান্ডকাফ পড়িয়ে আটক করে। এ ঘটনায় সাথে সাথে ভ্রাম্যমান আদালত গঠন করা হয়। বিচার কাজ শুরুর আগেই স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ী সেখানে উপস্থিত হলে বিচার কার্য বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ক্ষমা প্রার্থনায় তাকে থানায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেমায়েত উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।#


মহাদেবপুরে চাউল কল মালিক গ্র“পের সভাপতি গনি সরদার, শরিফ উদ্দীন সাধারন সম্পাদক

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে গতকাল সোমবার দুপুরে উপজেলা চাউল কল মালিক গ্র“পের ২০১২-২০১৩ সালের দ্বি-বার্ষিক কার্যকরী নির্বাহী কমিটির পরিচিতি সভা তাদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে মেসার্স লতা চাউল কলের মালিক আলহাজ আব্দুল গনি সরদার সভাপতি ও মেসার্স শরিফ চাউল কলের মালিক আলহাজ শরিফ উদ্দীন মন্ডল সাধারন সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শ্রী মোহন চন্দ্র অধিকারী, হারুন অর রশিদ, বেলাল হোসেন, সহ-সাধারন সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম, সদস্য আবুল কালাম আজাদ, এসএম মঞ্জুরুল ইসলাম, আইয়ুব কামাল সিদ্দীক, মজিবর রহমান ও আজাহারুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য সাবেক সভাপতি শ্রী কানাইলাল ভদ্র ও সাধারন সম্পাদক আব্দুস সালাম নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।#
Ruby