বুধবার, ৪ এপ্রিল, ২০১২

চারঘাট বাঘা রুটে দীর্ঘদিন থেকে বিআরটিসি দ্বি-তল বাস বন্ধ, জনসাধারনের ভুগান্তি

মিজানুর রহমান বিপ্লব, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর চারঘাট-বাঘা রুটে ধীর্ঘদিন থেকে বাস বন্ধ থাকায় সরকারী কর্মকর্তা সহ সাধারন জনসাধানরের ভুগান্ত্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, গত ২ বছর থেকে চারঘাট-বাঘা রুটে বিআরটিসি ২টি দ্বি-তল বাস চালু করে বিআরটিসি কর্তৃপক্ষ। কিন্তু বাস মালিক থেকে চারঘাট-বাঘা রুটে বিআরটিসি দ্বি-তল বাস বন্ধের জন্য আন্দোলন চালায়। আন্দোলনে বাস মালিক ও বিআরটিসির মালিক এর মধ্যে চরম সংঘর্ষে চারঘাটের অনেক ক্ষতি সাধন হতে হয়েছিল। উভয়ের মধ্যে মিমাংসা বসে দুইটি দ্বি-তল বাসের পরির্বতে একটি বিআরটিসি দ্বি-তল বাস চলাচলের অনুমতি দেয়। বেশ কিছুদিন বিআরটিসি দ্বি-তল বাস চলাচলের কারনে চারঘাট বাঘা ও আসপাশের এল্কাা থেকে যাত্রীদের যাতাযাতে বেশ শুবিধা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন থেকে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে একটি মাত্র বিআরটিসি দ্বি-তল বাসটি বন্ধ হয়ে যায়। এ থেকেই জনসাধারনের ভুগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যাত্রীরা জানান, বে-সরকারী বাস মালিকরা দফায় দফায় তেলের দাম বৃদ্ধি দেখিয়ে প্রতিনিয়তই বাস ভাড়া বাড়িয়ে দেয়। বিআরটিসি দ্বি-তল বাস চলাচলের অনেক সুবিধা রয়েছে, অনেক সময় দাড়িয়েও যেতে অসুবিধা হয়না য়াত্রীদের আবার ভাড়ার দিক দিয়েও অনেক স্বাশ্রয়। অবিলম্বে চারঘাট-বাঘা রুটে বিআরটিসি দ্বি-তল বাস চালুর দাবী জানান। এ ব্যপারে চারঘাট বিআরটিসি বাসের চেইন মাষ্টার খোদা ব∙ জানান, দীর্ঘ দিন ধরে বিআরটিসি দ্বি-তল বাসটি যন্ত্রাংশ নষ্ট হয়ে রাজশাহী বিআরটিসি বাস স্ট্যান্ডেই পড়ে রয়েছে, এ ব্যপারে বিআরটিসি কর্তৃপক্ষের উদাসিনতার ভার দেখা যাচ্ছে।  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষীকা, ছাত্র/ছাত্রী ও সাধারন মানুষের জন্য বিআরটিসি বাস টি যাতাযাতের ক্ষেত্রে সুবিধা জনক ছিল কিন্তু কি কারনে কর্তৃপক্ষ বাসটি ঠিক করছে না সেটা আমি বলতে পারবো না।  চারঘাট বাসির যাতাযাতের সুবিধার্থে বিআরটিসি দ্বি-তল বাসটি অবিলম্বে চালুর দাবী জানান।


Ruby