রবিবার, ১ এপ্রিল, ২০১২

নাটোরে পুলিশের চাঁদাবাজী বন্ধে সিএনজি অটোরক্সিা নিয়ে ডিসি অফিস ঘেরাও

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরে পুলিশের চাঁদাবাজি ও হয়রানী, অবৈধ নসিমন-করিমন চলাচল এবং পৌর এলাকায় ভূটভূটি ইজারাদারদের সিএনজি মালিকদের কাছে টোল আদায়ের প্রতিবাদে সিএনজি চালিত অটোরিক্সা মালিক-চালকরা তাদের গাড়ির মিছিল নিয়ে জেলা প্রশাসকের অফিস ঘেরাও করে স্মারকলিপি পেশ করেছে। রোববার সকালে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা মালিক-চালকরা মাদ্রাসা মোড় থেকে তাদের অটোরিক্সার মিছিল নিয়ে নাটোর ডিসি অফিস চত্বরে জড়ো হয় এবং প্রধান প্রবেশ পথের সামনে অটোরিক্সা গুলো লাইন করে দাঁড় করিয়ে প্রায় আধ ঘন্টা ধরে ডিসি অফিস ঘেরাও করে রাখে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিএনজি মালিক সমিতির সভাপতি হুসেন সরদার, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও সিএনজি অটোরিক্সা চালক সাইফুল ইসলাম বাবু। পরে তারা নাটোরের জেলা প্রশাসক জাফর উল¬¬ার কাছে পুলিশের চাঁদাবাজি ও হয়রানীসহ তাদের তিন দফা দাবীর সমর্থনে একটি স্মারকলিপি পেশ করেন। এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার জেলায় কোথাও পুলিশ কোন ধরণের চাঁদাবাজী করেনা তবে এমন অভেযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় হবে।
Ruby