রবিবার, ১ এপ্রিল, ২০১২

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ১ম দিনে শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: গতকাল রোববার থেকে একযোগে শুরু হয়েছে সারাদেশে উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা। পরীক্ষা প্রথম দিনে বাংলা ১ম পত্রে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ৮ জেলার ১৭৩ টি কেন্দ্রে ৯৬ হাজার ৯শ’ ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬ হাজার ৩৪ জন ছাত্র/ছাত্রী অংশ নিয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯শ’ ৬০ জন। তবে বহিস্কার হয়নি নকলের দায়ে কোন পরীক্ষার্থী । শান্তি-সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে রাজশাহী জেলার ৩৩টি কেন্দ্রে ২০ হাজার ৯শ’ ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৬শ’ ৯৪ জন। অনুপস্থিত ছিল ২২৯ জন। বগুড়া জেলার ২৮টি কেন্দ্রে ১৬ হাজার ৭শ’ ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৬ হাজার ৬শ’ ১৭ জন। অনুপস্থিত ছিল ১৫৭ জন। জয়পুরহাট জেলার ১১টি কেন্দ্রে ৪ হাজার ৪শ’ ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪ হাজার ৪শ’ ২৩ জন। অনুপস্থিত ছিল ৫৩ জন। সিরাজগঞ্জ জেলার ২১টি কেন্দ্রে ১৪ হাজার ১শ’ ৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৩ হাজার ৯শ’ ৭৩ জন। অনুপস্থিত ছিল ১৩৪ জন। পাবনা জেলার ২৩টি কেন্দ্রে ১৩ হাজার ৪শ’ ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৩ হাজার ২শ’ ৯৯ জন। অনুপস্থিত ছিল ১২৪ জন। নওগাঁ জেলার ২৬টি কেন্দ্রে ১০ হাজার ২শ’ ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ১শ’ ৪৭ জন। অনুপস্থিত ছিল ১১৩ জন। নাটোর জেলার ১৮টি কেন্দ্রে ৯ হাজার ৯শ’ ৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯ হাজার ৮শ’ ১৬ জন। অনুপস্থিত ছিল ৮৭ জন। চাঁপাই নবাবগঞ্জ জেলার ১৩টি কেন্দ্রে ৭ হাজার ১শ’ ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭ হাজার ৬৫ জন। অনুপস্থিত ছিল ৬৩ জন। পরীক্ষার প্রথম দিনে শান্তি সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ঠ শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে। পরীক্ষার প্রথম দিনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা বোর্ড পরীক্ষা ১৩৮টি ভিজিলেন্স টিম ও ৭টি ঝটিকা টিম গঠন করেন। টিমের সদস্যদের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন পরীক্ষা তদারকি করেন। এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হোরাইরা জানান, পরীক্ষার প্রথম দিনে সকল কেন্দ্রে শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সমূহে শিক্ষকদের দায়িত্বপালনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
Ruby