বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

রাজশাহীর কৃষ্টগঞ্জে মসজিদে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের বয়ান

বাঘা নিউজ ডটকম, মিজনুর রহমান বিপ্লব,রাজশাহী কৃষ্টগঞ্জ থেকে ফিরে, ৭ ডিসেম্বর : সারা দেশে যখন স্বাধীনতা যুদ্ধে হত্যা,লন্ঠন,ধর্ষন সহ বিভিন্ন অপরাধে অপরাধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনসাধারন ফুসে উঠেছে, তখন দেশের এক শ্রেনীর কু-চক্রি মহল যুদ্ধাপরাধীদের বিচার বাধা গ্রস্থ করার জন্য নানা ষড়যন্ত্র চালাচ্ছে।  রাজশাহী কৃষ্টগঞ্জ গ্রামে ভোরের আজানের সময় বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য নানা ধরনের বয়ান সমজিদের মাইকে প্রচার করা হয়। ২২ অগ্রহায়ন ৬ ই ডিসেম্বর পবিত্র মরহররম উপলক্ষ্যে রাজশাহী  রাজশাহী কৃষ্টগঞ্জ গ্রামে বাবা আতাউর ভান্ডারীর নিজ বাসভবনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বাবার ভক্তরা বিভিন্ন অনুদান নিয়ে বাবার দরবারে হাজির হয়। সকাল থেকে গভির রাত পর্যন্ত ভক্ত বৃন্দরা বাবা-মা এর কাছে ছালাম গ্রহন করেন । রাত ভরে বিভিন্ন আশেকে জারীগান ,গজল, মরশিদী গানের শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে বাংলাদেশের শান্তির জন্য দোয়া মোনাজাত করা হয়। শেষে তাবারক বিতরন করা হয়।


Ruby