বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

নওগাঁয় ফুলকপির বাজারে ধষ মাথায় হাত কৃষকের

বাঘা নিউজ ডটকম, আককাস আলী, ৮ ডিসেম্বর : ‘ফুলকপি চাষ করে হামরা এবার বিপাকে পরিছো। চাষ করতে যে খরচ হছে তার অদ্দেক ট্যাকাও হামরা এবার ঘরে তুলতে পারমো না।’ এমন মন্তব্য করেছেন নওগাঁর হাটে ফুলকপি বিক্রি করতে আসা কৃষক হযরত আলী। তিনি আরো জানান, একেতো উৎপাদন খরচ অনেক বেশি, তারপর দাম না পাওয়ায় অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তার মতো অনেক কৃষককে। সরজমিন গিয়ে নওগাঁ সবজি হাটে দেখা যায় প্রচুর শীতকালীন সবজির আমদানি। ফুলকপির আমদানি বেশি হলেও অন্য কাঁচা সবজির আমদানিও কম নয়। সব ধরনের সবজি খুব কম দামে বিক্রি হচ্ছে বলে জানা যায়। বাজারে দেখা যায়, প্রতি মণ ফুলকপি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুলা ১০০-১২০ টাকা দরে বিক্রি হলেও চাহিদা খুব কম থাকায় কৃষককে তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। অনেকে আবার বিরক্ত হয়ে মুলা বাজারে রেখেই বাড়ি চলে যান। এ রকম দৃশ্য বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বলে হাটে আসা নাসির আলী নামে এক কাঁচামালের ব্যবসায়ী জানান।

এদিকে নওগাঁ হাটে প্রতিদিন শীতকালীন সবজির ব্যাপক আমদানির ফলে বাইরে থেকে আসা পাইকারি ক্রেতাদের কদর বাড়ছে। তারা ইচ্ছা মতো পানির দাম দিয়ে সবজি কেনার চেষ্টা করছেন। এ কারণে নওগাঁর সবজিচাষীরা বিপাকে পড়ছেন। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্বাস আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সবজি চাষ হওয়ার কারণে সবজির দাম কিছুটা কম হলেও আগামী কয়েক দিনের মধ্যে তা বাড়তে থাকবে।
Ruby