শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

চাকুরী ও জীবন বাঁচাতে ৪ দিন আটক থাকা অবস্থায় পালিয়ে বাঁচলেন উদ্দীপন পুঠিয়ার শাখা ব্যবস্থাপক

বাঘা নিউজ ডটকম, শেখ রেজাউল ইসলাম লিটন, ৩১ ডিসেম্বর, পুঠিয়া প্রতিনিধি ঃ  চাকুরী ও নিজের জীবন বাঁচাতে ৪ দিন আটক থাকা অবস্থায় এনজিও উদ্দীপন রাজশাহী আঞ্চলিক অফিস থেকে পালিয়ে বাঁচলেন পুঠিয়ার শাখা ব্যবস্থাপক।
থানা সূত্রে জানাগেছে, উপজেলা সদরে অবস্থিত উদ্দীপন এনজিওর শাখা ব্যবস্থাপক অজয় কুমার সরকার কে সেই সংস্থার আর.এম নুরুল ইসলাম কয়েক দিন থেকে জোর পূর্বক সংস্থার নিয়ম বহির ভূত ভাবে চাকুরী অপসরণ করার চেষ্টা করে আসছিল। তার জের ধরে গত ২৭ ডিসেম্বর রাজশাহী আঞ্চলিক অফিসে মোবাইল ফোনে ডেকে নিয়ে জোর পূর্বক ৪ দিন আটক রেখে প্রাণ নাশের হুমকি দিয়ে চাকুরী থেকে রিজাইন দেওয়ার জন্য চাপ প্রদান করতে থাকে। গত ৩১ ডিসেম্বর আরএম অফিস থেকে পালিয়ে এসে পুঠিয়া থানায় একটি ডাইরী করেন।
এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক অজয় কুমার সরকার জানায়, আমি আর এম অফিস থেকে পালিয়ে এসে নিয়ম অনুযায়ী যোগদান করি তারপরও আর এম নুরুল ইসলাম আমাকে প্রতিনিয়ত বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। 

Ruby