বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

চারঘাট নিমপাড়া ইউপি উপ-নির্বাচন চারঘাট নিমপাড়া উপ-নির্বাচনকে ঘিরে মহল্লায় মহল্লায় চায়ের দোকানে গুলোতে নির্বাচনী আড্ডা জমে উঠেছে

মিজানুর রহমান বিপ্লব, চারঘাট থেকে :: আর মাত্র ৩ দিন পর ১৬ ই এপ্রিল চারঘাট উপজেলার নিমপাড়া উপ- নির্বাচনকে সামনে রেখে মহল্লায় মর্হলায় চায়ের কাপে ঝড় উঠেছে। রাত-দিন নাওয়া-খাওয়া উপেক্ষা করে নির্বাচনী প্রচার-প্রচারনা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা । আ’লীগ ও বিএনপি দুই দলের ২ প্রার্থী আদাজল খেয়ে নেমে পড়েছেন প্রচার-প্রচারনায়।  আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস পলাস তালা প্রতীক নিয়ে  গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অপর দিকে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বিপ্লব আনারস প্রতীক নিয়ে তিনিও রাত-দিন প্রচার প্রচারনায় ব্যস্ত।

ইতি মধ্যেই নির্বাচনী এলাকা পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য দিচ্ছেন বিভিন্ন রকমের উন্নয়নের প্রতিশ্র“তি। আ’লীগের প্রাথী আব্দুল কুদ্দুস পলাশ ও বিএনপির প্রার্থী জাহাঙ্গির হোসেন বিপ্লব দুই প্রার্থীই গত নির্বাচনে সতন্ত্র প্রাথী হিসাবে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সামান্য ভোটের ব্যাবধানে বিএনপির প্রার্থী প্রয়াত  এ্যাড. আব্দুস ছালাম চেয়াম্যান নির্বাচীত হয়েছিলেন। কিন্তু ছয় মাসের ব্যবধানে গত ৮ ই ফেব্রয়ারী নন্দনগাছী রেল দুর্ঘটনায় নিহত হলে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়। আগামী ৬ মার্চ প্রার্থীদের প্রতিক বরাদ্ধের আগেই দুই প্রাথী ব্যাপক গনসংযোগ চালাচ্ছেন। এদিকে দলীয় প্রাথী ছাড়াও আ’লীগ সর্মথীত স্বতন্ত্র প্রাথী নিমপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মেছের আলীর ছেলে রেজাউল করিম ও বিএনপি সর্মথীত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন মনোনয়ন পত্র জমা দিলেও দলীয় সিন্ধান্তর কারনে রেজাউল করিম মনোনয়ন প্রত্যাহার করে নেন কিন্তু বিএনপি সর্মথীত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন মনোনয়ন প্রত্যাহার করেনী। উপজেলার বিভিন্ন ইউনিয়নের  আ’লীগ ও বিএনপি দলীয় চেয়ারম্যান গন নির্বাচনী এলাকায় গিয়ে নিজ নিজ দলের পক্ষে গনসংযোগ চালাচ্ছেন। নিমপাড়া এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত নির্বাচনে বিএনপির দুই প্রার্থী প্রয়াত এ্যাড. আব্দুস সালামের সঙ্গে বর্তমান চেয়ারম্যান নির্বাচনে বিএনপি সর্মথীত প্রাথী জাহাঙ্গির আলম বিপ্লবের হাড্ডা হাড্ডি লড়াইয়ে সামান্য ভোটের ব্যবধানে সালাম নির্বাচীত হয়েছিলেন।  সেই দিকে লক্ষ রেখে নিমপাড়া এলাকার সাধারন লোকজনের ধারনা এবারের নির্বাচনের ফলাফল অনেকটা বিএনপির দিকে যেতে পাড়ে । অপর দিকে গত নির্বাচনে আ’লীগের একাধিক প্রাথী মাঠে থাকায় বর্তমান নির্বাচনে আ’লীগ সর্মথিত চেয়ারম্যান প্রার্থী আব্দুস কুদ্দুস পলাস নতুন মুখ হিসাবে তিনিও ভোটারদের মনে একটা জায়গা করে নিয়েছে বলে  পলাশের সর্মথকরা দাবী জানান। সব মিলিয়ে নিমপাড়া ইউনিয়নের পাড়া মহল্লা,চায়ের দোকানসহ সবত্রই চলছে উপ-নির্বাচনকে ঘিরে নানা জল্পনা কল্পনা। নিমপাড়া ইউনিয়নের কে হবে অভিভাবক। এ  নিয়ে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষন। তবে প্রার্থী যেই হোক । এবারের নির্বাচনে ভোটাররা অনেকটা চিন্তা ভাবনা করে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে নিমপাড়া এলাকার সাধারন মানুষের দাবী। নিমপাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ১৮৯ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৮৮৬ ও মহিলা ১২ হাজার ৩০৩ জন।
Ruby