শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

মহাদেবপুরে বিনামূল্যে চক্ষু শিবির


বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে পীরগঞ্জ কে বি সংঘের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পীরগঞ্জ বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ মোঃ মোল্ল¬া জালাল এদিন সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবিরে রোগী দেখা শুরু করেন। এ উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ময়নুল ইসলাম ময়েন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, কে বি সংঘের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সাহাদত হোসেন ও মেহেদি হাসান মিয়া প্রমুখ। শিবিরে বিভিন্ন এলাকার ৮’শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ৭২ জন ছানি রোগীকে ও ২৮ জন অন্যান্য রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বিএনএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাাঁকি রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় চিকিৎসার ও ওষুধ দেওয়া হয়।
Ruby