রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ কর্তৃক ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার-০৩

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/শহিদের রহমান সঙ্গীয় এসআই/আমিনুর রসুল, এএসআই/৩৬৮৪ ইখতিয়ার উদ্দিন, কনস্টেবল/৩৩২৭ পলাশ চৌধুরী, কনস্টেবল/২৯২৮ দোলন রায়  সহ গোয়েন্দা শাখার সাধারণ ডায়রী নং-৪০০, তারিখ-১৭-০২-২০১২ ইং মূলে মহানগর উত্তর জোন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী থানাধীন বাইশ মহল্লা কবরস্থান সংলগ্ন ফুটপাতে উপস্থিত হলে একজন মহিলা ও দুই জন পুরুষ  লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাহাদেরকে আটক করতঃ জিজ্ঞাসাবাদে তাদের নাম ১) জেসমিন(৩০), পিতা-এরশাদ, স্বামী-মোঃ ফারুক, মাতা-আছমা খাতুন, সাং-বিআরটিসি, জামতলা বস্তি, আলী আহম্মদের ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম(ভাসমান), ২) মোঃ ইসহাক@ পারভেজ(১৯), পিতা-মৃত মোঃ ইসমাইল হোসেন, মাতা-খোদেজা বেগম, সাং-এনায়েত বাজার, মুন্সির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী,  চট্টগ্রাম(ভাসমান), ৩) মোঃ আউয়াল হোসেন(২৪), পিতা-হরকত আলী, মাতা-মৃত মিনারা খাতুন, সাং-উড়াইল, থানা-সরাইল, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে আইস প্যাক্টরী রোড, আফসার বস্তী, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম বলে জানায়। উপস্থিত সাক্ষী’দের সম্মুখে ধৃত আসামী ১) মোঃ ইসহাক@ পারভেজ(১৯) এর শরীর তল্লাশী করে কোমরে বাঁধা অবস্থায় পলিথিন ব্যাগে ১১৫টি খাকি কাগজে মোড়ানো গাঁজার পুরিয়া যার ওজন ১৪০ গ্রাম, ২) মোঃ আউয়াল হোসেন(২৪) এর শরীর তল্লাশী করে কোমরে বাঁধা অবস্থায় পলিথিন ব্যাগে ১২০ টি খাকি কাগজে মোড়ানো গাঁজার পুরিয়া যার ওজন ১৪০ গ্রাম এবং আসামী ৩) জেসমিন(৩০) নিজেই তার কোমর হতে একটি পলিথিনের ব্যাগে ১২৫টি খাটি কাগজে মোড়ানো গাঁজার পুরিয়া যার ওজন ১৪৫ গ্রাম বাইর করে দেয়। সর্বমোট-৩৬০ পুরিয়া গাঁজা যার ওজন ৪২৫ গ্রাম উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, দীর্ঘদিন ধরে নগরীতে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামীরা গাঁজা নিজ দখলে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। উল্লেখিত ধৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২৭, তারিখ-১৭-০২-২০১২ ইং, ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের  ১৯(১) এর ৭(ক)  রুজু করা হয়েছে। 


গতকাল শনিবার (১৮ ফেব্র“য়ারি) বিকেলে সার্কিট হাউজ মিলনায়তনে বিল ইছামতির জলাবদ্ধতা নিরসন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাবলম্বী উদ্যোগে ও বিল ক্যাম্পেইন গ্র“প, উলাসী সৃজনী সংঘ ও গ্রামীণ স্থায়ীত্বশীল জীবনযাত্রার প্রচারাভিযান (সিএসআরএল) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। এসময় জেলা যুবলীগের আহবায়ক বাবুল কুমার সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলনসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Ruby