শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

মান্দায় কৃষকলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ ২৪ ডিসেম্বর : নওগাঁর মান্দায় কৃষকলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকশৈল্যা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি এমপি পুত্র সুজাউদ্দৌলা বিপ¬ব প্রধান অতিথি ছিলেন। বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মীর্জা মাহবুব বাচ্চু, আ’লীগ নেতা নজরুল ইসলাম, ইয়াকুব আলী মহুরী, তোফাজ্জল হোসেন তোফা, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নওশাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হক, কৃষকলীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব হীরা প্রমুখ বক্তব্য রাখেন। শেষে ১৫শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
মেহনতি মানুষের কাছাকাছি যেতে হবে--ধামইরহাটে এমপি’ শহীদুজ্জামান
বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ ২৪ ডিসেম্বর :  জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনের এমপি’আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বলেছেন, জনপ্রতিনিধিদের আপামর মেহনতি মানুষের কাছাকাছি গিয়ে তাদের সুখে দুখে পাশে দাঁড়াতে হবে। তাদের ছোট খাট আব্দার দরদ দিয়ে পূরণ করার চেষ্টা করতে হবে। বৃহস্পতিবার বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর মাঠে আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ঐ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী কমলের গণ সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দান কালে কথাগুলো বলেন। সাবেক ইউপি’ চেয়ারম্যান আবুল কাশেম এতে সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দিবাহ, ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পতœীতলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল হক সরকার, দপ্তর সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবলীগের সভাপতি জিল¬ুর রহমান, সাধারণ সম্পাদক জাবিদ হোসেন মৃদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক সোহেল রানা, আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন অনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রমুখ। এক পর্যায়ে গণ সম্বর্ধনাটি জন সমুদ্রে পরিণত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নব-নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আলী কমলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
Ruby