মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

পাবনা জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিদ্রোহী গ্র“পের প্রত্যাখ্যান

বাঘা নিউজ ডটকম, হাসান আলী পাবনা :: রবিবার কেন্দ্র ঘোষিত জেলা বি এন পি’র নতুন কমিটি প্রত্যাখ্যান করেছে পৌর মেয়র কামরুল হাসান মিন্টু গ্র“প। পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টুসহ পুরাতন কমিটির বেশ কিছু নেতাকর্মী নতুন ঘোষিত কমিটি থেকে বাদ পড়ার প্রতিবাদে মঙ্গলবার  পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বি এন পি’র বিক্ষুব্ধ নেতৃবৃন্দ। বিক্ষুব্ধরা সোমবার রাতে শহরে বিক্ষোভ মিছিলও   করেছে। বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা রবিবার রাতে জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে ফ্যাক্সযোগে পাঠানো হয়। মেজর (অবঃ) কে এস মাহমুদকে সভাপতি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতাকে সাধারণ সম্পাদক করে ১৭২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। এদিকে ঘোষিত এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী গ্র“প বলে পরিচিত ‘প্রস্তাবিত জেলা বিএনপি’।
২০০৯ সালের ৮ জুন তারিখে পাবনা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতাকে আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১০ সালের ৩০ নবেম্বর কেন্দ্র জেলা বিএনপির সভাপতি হিসাবে মেজর (অবঃ) কে এস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসাবে  হাবিবুর রহমান তোতার নাম ঘোষণা করলেও পূর্ণাঙ্গ কমিটি তখন প্রকাশ করা হয়নি। ঘোষিত  কমিটির বিরোধিতা করে বিদ্রোহী গ্র“প বলে পরিচিত ‘প্রস্তাাবিত জেলা বিএনপি কমিটি’ আব্দুস সামাদ খান মন্টুকে সভাপতি ও সাইফুল ইসলাম বাদশাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়। রবিবার রাতে কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পাবনার নেতৃবৃন্দের হাতে এসে পৌছায়। অনুমোদিত কমিটি পাবনায় পৌছানোর পরে তা নিয়ে বিএনপির দুই গ্র“পের নেতা কর্মীদের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জেলা বিএনপি নেতৃবৃন্দ এ কমিটিকে সাধুবাদ জানান। অপর দিকে অনুমোদিত কমিটির বিরোধিতা করে তা প্রত্যাখ্যান করেছে প্রস্তাবিত পাবনা জেলা বিএনপি কমিটি। প্রস্তাবিত জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস মঞ্জু জানান, বিএনপির তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের নিয়ে এ কমিটি গঠন করায় তারা ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।  মঙ্গলবার দুপুরে ঘোষিত  কমিটিকে আনুষ্ঠানিক প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন, সন্ধ্যায় মিছিল এবং আগামীকাল বুধবার সকল উপজেলা নেতৃবৃন্দকে নিয়ে শহরে গণমিছিলের কর্মসূচী নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পৌর মেয়র কামরুল হাসান মিন্টু গ্র“প নেতৃবৃন্দ অভিযোগ করেছেন স্বীকৃত মদ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতাকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটিতে মুত্তি পাঁচারকারী মনছুর আলীকেও পরিবেশ বন সম্পাদক করা হয়েছে। বিলুপ্ত ১০১ সদস্য জেলা কমিটির ৪৮ জনকে এ কমিটিতে স্থান দেওয়া হয়নি। ১/১/তে যারা পি,ডি,পি, কিংস পার্টির সদস্য হয়েছিলেন এমন কয়েক জনকেও জেলা কমিটিতে রাখা হয়েছে। টাকার বিনিময়ে জেলা কমিটিতে পদ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আহসান আহাম্মদ সাব্বির, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুন্তাজ আলী খাঁ, জেলা বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস মঞ্জু, সদর থানার বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলী রেজা কাকন, সাইফুল ইসলাম বাদশা, মুক্তিযোদ্ধা দলের ফিরোজ হোসেনসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Ruby