বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে পিঁয়াজ বোঝায় ট্রাক উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে নিহত-৫:আহত ৪

বাঘা নিউজ ডটকম , এম এ হাসান সুমন, মেহেরপুর ২১ ডিসেম্বর : মঙ্গলবার রাতে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের তেরাইল নামক স্থানে পিঁয়াজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। রাতে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জনই পিঁয়াজ চাষী বলে জানিয়েছেন গাংনী থানার ওসি গোলাম মোস্তফা।
গাংনী থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে কয়েকজন চাষী পেয়াজ নিয়ে ট্রাকযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। গাংনী উপজেলার তেরাইল বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাক চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। ট্রাকটি উল্টে রাসত্মার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন রঘুনাথপুর গ্রামের পেঁয়াজ চাষী শরিফুল ইসলাম (২২), নাগরাজ (৩২), সাবান হোসেন (২২), তোফাজ্জেল হোসেন (৩২) ও হারুন আলী (৪০)। স্থানীয়রা ট্রাকের নিচ থেকে আহত ৪ জনকে উদ্ধার করে মেহেরপুর ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। এরা হলেন রঘুনাথপুর গ্রামের চাষী হেলাল উদ্দীন (২৫), পাঞ্চেত আলী (৩২), মিয়ারুল ইসলাম (২৮) ও বিদ্যুত হোসেন (২৫)। ঘটনাস্থলে উপস্থিত রঘুনাথপুর গ্রামের ইউপি মেম্বর আব্দুল হাকিম জানান, ওই গ্রাম থেকে ১৪ জন পেয়াজ চাষী ট্রাকের সাথে ছিলেন।
Ruby