বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

পাবনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ

বাঘা নিউজ ডটকম, এস এ আসাদ, পাবনা ২১ ডিসেম্বর : পাবনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম সাইদুল হক চুন্নু গতকাল মঙ্গলবার তার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি। মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ ভবনের চেয়ারম্যানের কক্ষে এম সাইদুল হক চুন্নু তার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. গাজিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজেদুল ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল গ্রুপর ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র ঘোষ,সাংবাদিক, আইনজীবি, সরকারী কর্মকর্তা, সাংস্কুতকি নেতৃবৃন্দ ও আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্চা জানান।দায়িত্ব গ্রহনকালে তিনি বলেন, সকল পেশা ও শ্রেণীর মানুষকে সাথে নিয়ে আমি পাবনার উন্নয়নে কাজ করে যেতে চাই। এজন্য আমি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। পাবনা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় তিনি জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম সাইদুল হক চুন্নুর সংক্ষিপ্ত জীবনী:

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি ১৯৫১ সালের ১৮ ডিসেম্বর পাবনার জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ঐ এলাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম তাজউদ্দিন আহমেদ। পাবনা সরকারী শহীদ বুলবুল কলেজ ও সরকারী এডওয়ার্ড কলেজে অধ্যায়নরত অবস্থায় তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬৬ সালে এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৭৫ সালে পাবনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে সাইদুল হক চুন্নুকে বিশেষ রাজনৈতিক প্রশিক্ষণে রাশিয়ার মস্কোতে পাঠিয়েছিলেন। ১৯৯৩ সালে পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বকুলের নেতৃত্বে আওয়ামীলীগের একটি বিশাল অংশ বিএনপিতে যোগ দিলে জেলা আওয়ামীলীগ নেতৃত্ব শুন্য হয়ে পড়ে। ঐ সময় এম সাইদুল হক চুন্নুসহ অন্যন্য নেতৃবৃন্দ দলকে সাহসিকতার সঙ্গে সংগঠিত করেন। এছাড়া ২০০১ সালে আওয়ামীলীগ ক্ষমতা থেকে চলে যাবার পর তিনি দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেন। এম সাইদুল হক চুন্নু জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি, পাবনা একুশে বই মেলা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদ ও মহিম চন্দ্র জুবীলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর নির্বাহী সদস্য। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি এক মেয়ে ও এক ছেলের বাবা। তার স্ত্রী ছেলেসহ ঢাকায় থাকেন। মেয়ে স্বামীর সঙ্গে অস্টেলিয়ায় বসবাস করছেন। তিনি সবার দোয়া প্রার্থী।
Ruby