সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

চারঘাটে যাত্রী ছাউনি দখল করে টিকিট কাউন্টার,যাত্রীদের র্দুভোগ!!

বাঘা নিউজ ডটকম, মোঃ মজিানুর রহমান বিপ্লব, চারঘাট ১৯ ডিসেম্বর : চারঘাট বড়াল ব্রিজের পাশে যাত্রীদের সুবিধার জন্য তৈরী একমাত্র যাত্রী ছাউনি বাস মালিকরা ছাউনির এক অংশ দখল করে টিকিট কাউন্টার ও একটি দোকানঘর তৈরী করেছে। দোকান ঘরের ভাড়া তোলেন বিএনপির নেতা আকতারুল সরকার তোতা টিকিট কাউন্টার ও একটি দোকানঘর তৈরী হওয়ায় বাসের জন্য অপেক্ষমান যাত্রীরা জায়গা না পাওয়ায় র্দূভোগের শিকার হচ্ছে। জানা গেছে, ১৯৯৮ সালে সরকারের খাস জমি যাত্রী ছাউনির জন্য লিজ নিয়ে চারঘাট বাসস্ট্যান্ড মহাসড়কের পাশে যাত্রী ছাউনি তৈরী করা হয়। কিছুদিন পরেই যাত্রী ছাউনি টি বাসমালিকরা ছাউনিটির অর্ধেক দখল করে টিকিট কাউন্টার ও একটি দোকানঘর তৈরী করে। গতকাল শনিবার বাসস্ট্যান্ডে সরেজমিনে গেলে যাত্রী ছাউনিতে অপেক্ষমান কাশেম, ইদ্রিস, মালেক ও খোরশেদ জানান,’’ যাত্রী ছাউনি টি অর্ধেক দখল হওয়ায় যাত্রীরা র্দূভোগের শিকার হচ্ছে। এবং বৃষ্টির সময় জায়গা কম থাকায় যাত্রীদের গাদা গাদি করে দাড়াতে হয়।  এ ব্যাপারে বাস পরিবহনের রুট কন্টোলার মোঃ মনিরুল ইসলাম মনি জানান,’’ গত জোট সরকারের আমলে বাসস্ট্যান্ড টিকিট কাউন্টারের নিজস্ব কোন জায়গা না থাকায় যাত্রী ছাউনির অর্ধেকটা ঘিরে টিকিট কাউন্টার করা হয়েছে। বর্তমানে কোন কমিটি নেই আমিই রুট কন্টোলার সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। একটি দোকানঘর রয়েছে যার ভাড়া নেন তোতা সরকার। এ ব্যাপারে চারঘাট মটর শ্রমিক সমবায় সমিতি সভাপতি জাহাঙ্গির হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন জানান,’’ বড়াল ব্রিজ তৈরীর পরে বাস কাউন্টার হিসাবে এই জায়গাটি ব্যবহার করা হত পরে ছাউনি তৈরী হলে রুট কন্টোলার সদস্যরা ছাউনির এক অংশ দখল করে টিকিট কাউন্টার চালাচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক যাত্রী বলেন,’’ এই বাসস্ট্যন্ডের রাস্তার দুইপাশের সরকারী খাস জমি লিজ নেওয়া কেন্দ্র করে বেশ কয়েকবার বিরোধ সৃষ্টি হয়েছিল।
Ruby