সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

শীতের মৌসুমে ধুনকররা ব্যস্ত সময় কাটাচ্ছেন

বাঘা নিউজ ডটকম, মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ ১৯ ডিসেম্বর : গত কয়েক দিনে শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ফলে নবীগঞ্জ উপজেলার জনজীবন বির্পয্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডা জনিত কারণে বিভিন্ন রোগে শতাধিক শিশু-বৃদ্ধ আক্রান্ত হয়েছে। ছিন্নমুল মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলে হেড লাইট জ্বালিয়ে। শীতের হাত থেকে নিজেদের বাচিঁয়ে রাখতে শ্রমজীবি সাধারণ মানুষের ভিড় এখন ফুটপাতের পুরাতন শীত বস্ত্রের দোকানে। শীতের তীব্রতায় নবীগঞ্জ উপজেলার ধুনকরদের এখন সুদিন। তারা লেপ-তোষক তৈরীর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। বসে নেই পুরাতন শীতবস্ত্র বিক্রেতারা ও। লেপ-তোষক দোকানের মালিক ও শ্রমিকদের খাওয়া দাওয়ার  কোন সময় নেই। সেলাইয়ের কাজে,তুলা ধুনতে ব্যস্ত মালিক শ্রমিকরা। শীতের আগমনে ত্রেুতারা লেপ-তোষকের দোকানে আগে থেকে পছন্দমত লেপ-তোষক তৈরির অর্ডার দিয়ে বায়না করছেন। শীত মোকাবিলায় অনেকেই ভিড় করছেন লেপ তোষকের দোকানে। ধুনকররা এবার ভালো মুনাফার জন্য বেশি বিত্রুী করার আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। কিছু দিন ধরে শীতল বাতাস,ঘনকুয়াশায় ও শৈত্যপ্রবাহে শীতের হাওয়ায় ধুনকরদের এখন ঘুম নেই। শীত পড়ায় এখন রাতে কাঁথা কম্বল নিয়ে ঘুমাতে হয়। শীত ঠেকাতে লেপ-তোষক,কাঁথা-কম্বল হলো মানুষের ভরসা। আবার ছিন্নমুল মানুষের জন্য শীত হলো অভিশাপ। যারা ওই শীতের কবল থেকে নিজেদের বাচিঁয়ে রাখতে ঐ সব শীত বস্ত্র ত্রুয় করার ক্ষমতা নেই। তাদের দূর্ভোগের সীমা নেই।জানাযায়, নবীগঞ্জ সদর সহ ছোট বড় হাট-বাজারে জাজিম,বালিশ,লেপ-তোষক তৈরি বিত্রুীর কাজে শতাধিক ধুনকর রয়েছে। তারা জানান, শীত মৌসুমে লেপ-তোষক তৈরি ও বিত্রুী হয় বেশী। তাছাড়া বছরের অন্যান্য দিনে বিয়ে সাদি হলে বিত্রুী হয়। বিত্রিুর জন্য তৈরি করে রাখি। বাজার ঘুরে দেখা গেছে ত্রেুতাসাধারণ লেপ-তোষক তৈরির জন্য দোকান গুলোতে ভিড় করছেন। এ জন্য ধুনকর ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
Ruby