বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

undefinedবাঘা নিউজ ডটকম :: চট্টগ্রামে একটি বাড়িতে আগুন লেগে তার ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে একই পরিবারের ৫ সদস্য। বুধরাত পৌনে ৩টার দিকে নগরীর চাঁদগাও আবাসিক এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে চাঁদগাও আবাসিক এলাকার ১ নম্বর রোডে ৪ তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে।
নিহতরা হলেন- জাবের মো. ইকবাল (৩২), তার স্ত্রী তামান্না সিদ্দিকী (২৫), ভাগ্নে শাওন (৮), ভাই মোদাচ্ছের (২০) ও গৃহকর্মী রুমি। হতভাগ্যদের সবার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। জসীম উদ্দিন জানান, ৪ তলা ওই ভবনের নিচ তলায় সায়দুল ইসলামের বাসায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগে। সেখান থেকে আগুন চলে যায় নিচতলার গ্যারেজে। এতে গ্যারেজে রাখা একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটায়। এতে আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে। আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো বাড়ি। এ সময় ভবনের এক থেকে তৃতীয় তলার বাসিন্দারা নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পারলেও চতুর্থ তলায় থাকা জাবের ইকবালের পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোরে ৪র্থ তলা থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়।
Ruby