শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

গাছে আগাম দেখা দিয়েছে অম্র-মুকুল বাঘায় চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা

বাঘায় আম বাগানে দেখা দিয়েছে আগাম অম্র-মুকুল
বাঘা নিউজ ডটকম ডেস্ক :: রাজশাহীর বাঘা উপজেলায় চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার কোন কোন আম বাগানে দেখা দিয়েছে আগাম অম্র-মুকুল। আর এই আগাম সম্ভাবনাকে লক্ষ্য করে আম বাগানের পরিচর্যায় ব্যাপক মনোযোগী হয়ে উঠেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। শুরু হয়েছে গাছের  ক্ষতি কর পোকা দোমনে বিষ প্রয়োগের পালা। পোকা মাকড়ের আক্রমনের ফলে শতকরা ১০০ ভাগ পর্যন্ত আম নষ্ট হতে পারে। তাই আমের বাগানে পুরো-পুরি মুকুল না আসতেই শুরু হয়েছে পোকামাকড় দমনের ব্যবস্থা গ্রহণ।
সরজমিনে ঘুরে দেখা গেছে , বাঘা উপজেলার ২টি পৌরসভা আড়ানী ও বাঘা, ৬টি ইউনিয়ন বাজুবাঘা, দাদপুর গড়গড়ী, পাকুড়িয়া, মনিগ্রাম ও বাউসা এলাকায় ব্যাপক আমের বাগান রয়েছে। তাতে কিছু কিছু গাছে নির্ধারিত মৌসুৃমের আগেই মুকুল দেখা যাচ্ছে। উপজেলার বাগান মালিকরা জানান, গত বছর আশানুরূপ আম না হওয়ায় এবার বিপুল পরিমাণ আম উৎপাদন হবে। যা দিয়ে গত বছরের লোকশনাও কিছুটা পুষিয়ে নেওয়া যাবে। তারা আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলনও হবে। উপজেলার মনিগ্রাম এলাকার বিশিষ্ট আম ব্যবসায়ী জিন্নাত আলী জানান, তার নিজস্ব ১৬ বিঘা জমিতে আমের বাগান রয়েছে । আগের বছর গুলোতে আমের মুকুল আসত ১০-২৫ দিন আগে- পিছ করে। কিন্তু এবার গাছের আগাম মুকুল দেখে মনে হচ্ছে একই সাথে সকল গাছেই মুকুল আসবে। গতবছর আবহাওয়া ভাল না থাকায় ও হপার পোকার আক্রমনের ফলে পর্যাপ্ত পরিমাণ আম পাওয়া যায়নি। তবে এবার যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমার নিজস্ব আম বাগান থেকে ৪ শ থেকে ৫ শ মণ আম পাওয়া যাবে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, বছরের জানুয়ারী মাসে বৃষ্টি হলে আম গাছে কচি পাতা জন্মায়। কিন্তু এ বছর জানুয়ারীর ১৪ দিন গেলেও বৃষ্টি হয়নি। ফলে আবহাওয়া যদি অনুকূলে থাকে তবে উপজেলার সকল আম বাগান মুকুলে ছেঁয়ে যাবে।  সামনে ঝড়- বৃষ্টি না হলে আমেরও বাম্পার ফলন হবে। উপজেলার কৃষি অধিদপ্তরের মতে,  এই এলাকায় মোট বাগান গুলোর মধ্যে শতকরা ৪০ ভাগ লখনা আম, শতকরা ২০ ভাগ নাবি জাতের আশ্বিনী আম,  শতকরা ২০ ভাগ ফজলী আম এবং শতকরা বাঁকি ২০ ভাগ ল্যাংড়া, গোপালভোগ, খেরশাপাত ও অন্যান্য গুটি প্রজাতির আম রয়েছে।
Ruby