শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

মহাদেবপুরে আত্রাই নদীর ব্রীজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বেইলী ব্রীজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে ইট বোঝাই একটি ট্রাক পারাপারের সময় এই ব্রীজের পাটাতন ভেঙ্গে ট্রাকটি ঝুলে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে সড়ক ও জনপদ বিভাগের লোকজন এসে ট্রাকটি সড়িয়ে নিয়ে ব্রীজটি মেরামতের কাজ শুরু করে। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের অভাবে ধীরগতিতে মেরামত কাজ চলায় শুক্রবার সন্ধ্যায় এ রিপোট লেখা পর্যন্ত এই ব্রীজ দিয়ে যানবাহন চলাচল করা সম্ভব হয়নি। এদিকে ব্রীজটি ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এ সড়ক দিয়ে নওগাঁ থেকে পোরশা, নিয়ামতপুর ও চাপাই নবাবগঞ্জের নাচোল, শিবগঞ্জ ও গোমস্তপুর উপজেলাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এ পথে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। এর আগেও এ ব্রীজটির পাটাতন ভেঙ্গে কয়েক দফা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মঞ্জুরুল করিম জানান, এই বেইলী ব্রীজটি ৭ টন ওজনের যানবাহন চলাচলের উপযোগী। কিন্তু এই বেইলী ব্রীজ দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ টন ওজনের যানবাহন চলাচল করায় ঘনঘন পাটাতন ভেঙ্গে যাচ্ছে।
Ruby