শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

আলু চাষীদের হতাশার আধার কেটে যাওয়ার সম্ভাবানা নওগাঁয় কৃষকের উৎপাদিত আলু বিদেশে রপ্তানী

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর এবার চলতি মৌসূমে বিভিন্ন জাতের নতুন এবং গত মৌসুমের পুরাতন আলু জেলার চাহিদা মিটিয়ে এবারও উপজেলার একমাত্র ফয়েজ উদ্দীন কোল্ডষ্টোর কর্তৃপক্ষ মালয়েশিয়াসহ বিভিন্ন  দেশে রপ্তানী করার উদ্যেগ নিয়েছে। ফলে এ উপজেলায় চাষীদের মাঝে আলুর দাম নিয়ে হতাশার আধার কেটে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এ মৌসূমে কৃষকরা বুকভরা আশা নিয়ে আলু চাষে ঝুকে পড়েছে। আলুর মূল্যে নিয়ে হতাশায় পড়া চাষীরা অধিক মুনাফার আশায় হিমাগারে আলু রেখে বিক্রি করতে না পারলেও ওই কোল্ডষ্টোরের কর্তৃপক্ষ কৃষকদের নিকট থেকে অধিক মূল্যে ক্রয় করায় আলু চাষীরা সন্তোষ প্রকাশ করেছে। অস্বাভাবিক হারে আলুর দাম কমে যাওয়ায় অনেকেই হিমাগারে রাখা আলু তুলতে না যাওয়ায় কোল্ডষ্টোরের কর্তৃপক্ষ কৃষকের ক্ষতির কথা ভেবে বিকল্প পথ খুজতে থাকেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত মৌসূমে ১ লক্ষ ২০ হাজার বস্তা ধারণ ক্ষমতা সম্পূন্ন মহাদেবপুর উপজেলার একমাত্র হিমাগার ফয়েজ উদ্দীন কোল্ডষ্টোরে কৃষক ও ব্যবসায়ীরা ৯৫ হাজার বস্তা আলু রাখেন। প্রতি বস্তা আলু ২শ ৫০ টাকা হারে ভাড়া নিয়ে এ হিমাগার কর্তৃপক্ষ আলু জমা রাখে। গত ২০ অক্টোবর থেকে আলু জমা রাখার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কর্তৃপক্ষ এলাকার দরিদ্র আলু চাষীদের নিকট থেকে ৫ হাজার বস্তা আলু অধিক মূল্যে ক্রয় করেন। এ ব্যাপারে ফয়েজ উদ্দীন কোল্ডষ্টোরের পরিচালনা পর্যদের সদস্য সারোয়ার আলম কাজল জানান, গত বছর এ কোল্ডষ্টোর থেকে অক্টোবর মাসে ৫ হাজার বস্তা আলু মালয়েশিয়ায় রপ্তানী করা হয়েছে। তিনি আরো জানান, গত বছরের ন্যায় এ বছরও ফয়েজ উদ্দীন কোল্ডষ্টোর কর্তৃপক্ষ কৃষদের উৎপাদিত হিমাগারে রাখা আলু সাধ্যমোতাবেক দেশের চাহিদা মেটিয়ে মালয়েশিয়া জাপান, চীন, আমেরিকা ও হলান্ডে রপ্তানী করার চেষ্ঠা করছে।  উদোক্তাদের মতে সরকার কৃষকদের কথা ভেবে আলু রপ্তানীতে কোল্ডষ্টোরেজ গুলোতে আর্থিকসহ সকল ধরনের সহযোগীতা দিলে একদিকে উপকৃত হবে কৃষক অপরদিকে দেশ অর্জন করবে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা । ইতিমধ্যেই ফয়েজ উদ্দীন কোল্ডষ্টোরেজ দেশের অন্যতম কোল্ডষ্টোরেজ হিসাবে খ্যাতি অর্জন করেছে বলে সংশি¬ষ্ঠ কর্তৃপক্ষ দাবী করেন। উলে¬খ গত মৌসূমে এই এলাকার কৃষকের উৎপাদিত আলু ওই কোল্ডষ্টোরেজ কর্তৃপক্ষ উজেলার ৮শ জন কৃষকের কাছ থেকে প্রায় সাড়ে ১০ হাজার মণ আলু তৎকালিন বাজার মূল্যে ২শ/২৫০টাকার স্থলে ৮শ থেকে ৯শ টাকায় প্রতি মণ আলু ক্রয় করে মালয়েশিয়ায় রপ্তানী করেন বলে জানাগেছে। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলায় এবার ১২ হাজার ৩’শ ৯০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এ পরিমান জমি থেকে এবার ২৩ হাজার ৮শ ১২ মেঃ টন আলু উৎপাদন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ।
Ruby