সোমবার, ৯ জানুয়ারি, ২০১২

নাটোরে ইসলামি ফাউন্ডেশনে যাকাত তহবিলের সেলাই মেশিন বিতরণ

বাঘা নিউজ ডটকম, আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: আজ রবিবার ইসলামি ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উদ্যোগে যাকাত তহবিলের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুস্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি িিহসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ রেজাউল করিম। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক একেএম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে নাটোর সদর উপজেলার দুঃস্থ মহিলা মেরিনা পারভীন ডলি, রাবেয়া বেগম ও খুশি বেগমের হাতে যাকাত তহবিলের ১টি করে সেলাই মেশিন তুলে দেয়া হয়। উলে¬খ, জাতীয় যাকাত বোর্ড চলতি বছর নাটোর জেলার ৬টি উপজেলার ১৫জন দুঃস্থ মহিলার মাঝে ১৫টি সেলাই মেশিন বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে। এজন্য বরাদ্দ করা হয়েছে যাকাত তহবিলের প্রায় ৭৫ হাজার টাকা।

Ruby