বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

গোদাগাড়ীতে এক রাত্রীর ব্যবধানে টমেটোর মন ৭০ টাকা


বাঘা নিউজ ডটকম, সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :: এক রাত্রীর ব্যবধানে টমেটোর দাম কমেছে ১শ ৭০ টাকা। টমেটোর ক্রেতার না থাকাই মাথাই হাত দিয়ে বসেছেন গোদাগাড়ী উপজেলার টমেটো চাষিরা। গত সোমবার যেখানে পাকা টমেটো ৩শ ২০টাকা এবং কাঁচা টমেটো ১শ ৮০টাকা দরে বিক্রী হলেও পরের দিনই মঙ্গলবার পাকা টমেটো ১শ ৫০ টাকা থেকে ১শ ৬০ টাকা ও কাঁচা টমেটো ৬০ থেকে ৭০ টাকা দরে মন প্রতি বিক্রী হতে দেখা গেছে। তবে টমেটোর দাম কমে গেলেও ক্রেতা তেমন দেখা যাচ্ছে না। চাষিদের খোলানে শত শত মন পাকা টমেটো পড়ে থাকতে দেখা যাচ্ছে। মহিশালবাড়ী গ্রামের টমেটা চাষি মাষ্টার আব্দুর রহিম আক্ষেপের সুরে বলেন, আলুতে বড় ধরনের লস খেয়ে আশা ছিল টমেটোতে ক্ষতি পুষিয়ে নিব। কিন্তু তিনি ৩ বিঘা টমেটো চাষ করে এখন পর্যন্ত মাত্র ৬ হাজার টাকা টমেটো বিক্রী করতে পেরেছে বলে জানায়। এছাড়াও ক্ষুদ্র টমেটো ব্যবসায়ীদের শত শত মন টমেটো পাকা অবস্থায় পড়ে থাকলেও ক্রেতা নেই। অনেককে টমেটোতে পচন ধরার ফলে ড্রেনে বা পুকুরে ফেলে দিতে দেখা যাচ্ছে। টমেটো ব্যবসায়ী মাদারপুর গ্রামের আব্দুল হান্নান হতাশার সূরে বলেন, দুটো লাভের আশায় টমেটোর ব্যবসা করতে এসে দশগুন লস গুনতে হচ্ছে।  উল্লেখ্য যে ভারত থেকে টমেটো আসায় এই দশা হয়েছে বলে কৃষকেরা জানায়।   

Ruby