বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

ওস্তাদ অনুপ কুমার দাসের আত্মার প্রতি গভির শ্রদ্ধা জানালেন বাঘার ভক্তরা

বাংলাদেশ বেতার রাজশাহীর প্রধান সংগীত প্রযোজক ও রাজশাহী সংগীত শিক্ষা ভবনের অধ্যক্ষ ওস্তাদ অনুপ কুমার দাস (৫২) গত বুধবার দুপুরে রাজশাহী নগরের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও এক মেয়ে, ভাই-বোন, আত্মীয় স্বজন, ভক্তবৃন্দসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ওস্তাদ হরিপদ দাসের কনিষ্ঠ সন্তান। তাঁর আত্মার প্রতি গভির শ্রদ্ধা জানিয়েছেন তিনার প্রানপ্রিয় ভক্ত বাঘা উপজেলার মনিগ্রাম সূর তরঙ্গ বিদ্যানিকেতন সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক, বাংলাদেশ বেতার ও টেলিভিনের গীতিকার, সূরকার ও কন্ঠশিল্পী ডাঃ নূরুজ্জামান মাইজ ভান্ডারী, কন্ঠশিল্পী শ্রী বিমল চন্দ্র সরকার, ডাঃ গোলম পাঞ্জাতন, ডাঃ খাদিজা তাহেরা রুনা, এম.এ তাহের (এম ডি) এস, এস হেলথ কেয়ার, ঢাকা-বাংলাদশে, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, মোঃ লালন উদ্দীন মোঃ কামরুল হাসান, সেলিম আহম্মেদ ভান্ডারী, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক মোঃ মশিউর রহমান, মহি উদ্দীন মফিজ ভান্ডারীসহ প্রমূখ। 
Ruby