বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

হারিয়ে যাচ্ছে মানচিত্র থেকে উত্তরাঞ্চলেল নদ-নদী

বাঘা নিউজ ডটকম, বিশ্বনাথ দাস,নওগাঁ :: সংস্কারের অভাবে  নওগাঁ  বেশক’টি নদীসহ উত্তরাঞ্চলের মানচিত্র থেকে হারিয়ে  যাচ্ছে প্রায় অর্ধশতাধিক নদ- নদী।
উত্তরাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীগুলো এখন কোন রকমে অস্তিত্ব টিকিয়ে রযেছে। পানি প্রবাহ কমে যাওয়ায় মরা খালে পরিণত হয়েছে। এসব নদীতে এক সময় ঢেউয়ের তালে চলাচল করত অসংখ্য পালতোলা নৌকা।
নদীকে কেন্দ্র করে এলাকা গুলোতে গড়ে উঠে  অনেক জনপদ ও হাটবাজারসহ বিভিন্ন লোকলয়। গড়ে ওঠা ঐসব জনপদসহ আশপাশের অসংখ্য মানুষ ওইসব হাটবাজারে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে খুঁজে পেয়েছিলেন জীবন-জীবিকার পথ। এছাড়াও নদীপথে নৌ-যানের দ্বারা ব্যবসা-বানিজ্যের মাধ্যমে গড়ে উঠেছিল বানিজ্যিক কেন্দ্র।
এসব নদীর অথৈ পানি দিয়ে কৃষকরা দুই পাড়ের শত শত হেক্টর জমিতে ধান, গম, পাট ও আখসহ নানান তরিতরকারীর ফসল ফলাতেন। প্রকৃতির অফুরন্ত পানিতে নানা ফল-ফসলে ভরে উঠেছিল, সৃষ্টি হয়েছিল এক নয়নাভিরাম দৃশ্যের অবতারনার। ছোট বড় নানা প্রজাতির মাছেরও অফুরন্ত উৎস ছিল এসব নদীতে। যা কেবল কালের সাক্ষী হয়ে দ্বাড়িয়ে আছে।
সময় গড়িয়ে চলার সাথে সাথে ভরা যৌবনা নদীগুলো এখন মরা খালে পরিণত হতে চলেছে। নদীকে কেন্দ্র করে গড়ে উঠা ওইসব হাটবাজার এখন হয়েছে বিরাণ অঞ্চল, কৃষি জমিগুলো ধিরে ধিরে উর্বরা শক্তি কমে যাওয়াসহ জেলে পাড়াগুলোও হয়ে গেছে বিলিন। সর্বপরি থমকে গেছে নদী আর নিভে গেছে বিপুল সম্ভাবনা।
খোঁজ নিয়ে জানা গেছে, সংস্কারের অভাব এবং প্রতিবেশী রাষ্ট্রের পানি আগ্রাসনে উত্তরাঞ্চলের অন্যতম নদী তিস্তা ও পদ্মার অস্তিত্ব এখন চরম হুমকীর সম্মোখিন। এছাড়া উত্তরের আত্রাই, পূণর্ভবা, তুলসিগঙ্গা, মহানন্দা, ধরলা, দুধকুমার, স্বতী, ঘাঘট, নীলকুমার, বাঙ্গালী, বড়াই, মানাশ, কুমলাই, লাউতারা, ধুম, বুড়িঘোড়া, সোনাভরা, হলহলিয়া, লোহিত্য, ঘরঘরিয়া, রতœাই, পিছলা, টাঙ্গান, ত্রিমোহনী, তালমা, ফুলকুমার, ধরণী, জিঞ্জিরাম, বুড়িতিস্তা, চাড়াল কাটা, ধানজাই, সানিয়া, কাঁটাখালি, সালমারা, রাইঢাক, খারুভাজ, যমুনেশ্বরী, চিকলি, করতোয়া ও ইছামতিসহ অর্ধশতাধিক নদী মানচিত্র থেকেই হারিয়ে যেতে বসেছে।
ফলে এসব নদীকে কেন্দ্র করে জেগে ওঠা বিপুল সম্ভাবনার প্রাণের স্পন্দন থেমে গেছে। দিনে দিনে স্থবির হয়ে পড়েছে লাখ লাখ মানুষের নদী কেন্দ্রীক জীবন-জীবিকা। সম্ভাবনাময় নদীগুলো আস্তে আস্তে অস্তিত্ব সংকটে পড়লেও এ নিয়ে মাথা ঘামায়নি কেউ। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে এক সময়ের খরস্রোতা উত্তাল এসব নদীগুলো।
Ruby