সোমবার, ২ জানুয়ারী, ২০১২

জয়পুরহাটে ওয়াজ মাহফিলে রাষ্ট্রদ্রোহী বক্তব্য বন্ধ করতে গিয়ে আয়োজকদের হামলায় ৪পুলিশ আহত, গ্রেফতার-২৬ দেড় হাজার জনকে আসামী করে মামলা

বাঘা নিউজ ডটকম, এসএস মিঠু , জয়পুরহাট : জয়পুরহাটে ওয়াজ মাহফিলের(ইসলামী জলসা) নামে সাতক্ষীরার কথিত ইসলামী চিন্তাবিদ আজিজুল ইসলাম জিহাদীর ধর্মসভার নামে রাজনৈতিক ও রাষ্ট্রদ্রোহীতা মূলক বক্তব্য প্রদানে বাধা দিতে গিয়ে আয়োজকদের হামলায় ৪পুলিশ সদস্য আহত হবার ঘটনায় রোববার ভোরে ২৬জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।এ ছাড়া সন্ধ্যায় ওই ঘটনায় জ্ঞাত ও অজ্ঞাত প্রায় দেড় হাজার জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে জেলার জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী-বড়াইল গ্রামে সংশিস্নষ্ট প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া আয়োজিত একটি ওয়াজ মাহফিলে ধর্মসভার নামে আজিজুল ইসলাম জিহাদী রাষ্ট্রদ্রোহীতা মুলক বক্তৃতা দিবে এ সংবাদ জানতে পেরে  পুলিশ ও র‌্যাবের একটি যৌথ দল সেখানে গিয়ে উপস্থিত হলে আগে থেকে লাঠিসোটা নিয়ে প্রস্ত্তত হয়ে থাকা এক-দেড় হাজার লোক তেড়ে এসে তাদের দেয় এবং লাঞ্চিত করে।এ সময় আয়োজকদের হামলায় ৪পুলিশ সদস্য আহত হয়।পরিস্থিতি  প্রতিকুলতা বুঝতে পেরে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরে আসতে বাধ্য হয়।এ অবস্থায় আয়োজকদের কড়া প্রহরায় কথিত ইসলামী বক্তা আজিজুল ইসলাম জিহাদী র্নিবিঘ্নে মধ্যরাত পর্যমত্ম কয়েক হাজার গ্রামবাসীর সামনে ধর্মীয় আলোচনার নামে বর্তমান সরকারের বিরম্নদ্ধে নানা উস্কানি মূলক বক্তব্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখে ধুলো দিয়ে ওই রাতেই ওই এলাকা ছেড়ে সট্কে পড়ে।
এ দিকে রোববার ভোর থেকে ওই ওয়াজ মাহফিলের আয়োজকদের গ্রেফতার অভিযান শুরম্ন করে পুলিশ।কিন্তু গ্রেফতার এড়িয়ে তার আগেই সংঘবদ্ধ আয়োজক দলের সদস্য সহ তাদের হোতারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়।এমনি অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর ওপর হামলায় ৪পুলিশ সদস্য আহত হবার  ঘটনায় রোববার ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ বড়াইল গ্রামের বিভিন্ন এলাকা থেকে মোট ২৭জনকে আটক করে।পরে জিজ্ঞাসাবাদ শেষে নিরপরাধী বলে প্রমানিত হওয়ায় বিকালে এদের মধ্য থেকে একজনকে ছেড়ে দেয়।বাকি ২৬জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা হল- জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী-বড়াইল গ্রামের রাসফিকুর রকুর রহমান,রহুলামিন,মামুনুর রশিদ,ওয়াজেদ আলী,জুয়েল হোসেন,ইয়াহিয়াজুল,জামাল উদ্দিন,খায়রম্নল ইসরাম,,উজ্জল হোসেন,নুরম্ন,তৌহিদুল ইসলাম, জিলস্নুর রহমান,নূর হোনে,আশরাফুল ইসলাম,শুকুর আলী,আমির হামজা,ফিরোজ আহমেদ,মনসুর আলী,জাহাঙ্গর আলম, জিলস্নুর রহমান(২),শাহীন আলম,গোলাম মাহমুদ,নাসির,চপল ও নসির।অন্য দিকে এ ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সম্পৃক্ত থাকার অভিযোগে জ্ঞাত ৭৫জন সহ অজ্ঞাত আরও প্রায় দেড় হাজার জনের বিরম্নদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আল মামুন জানান,পূর্ব অনুমতি ছাড়া ওই ওয়াজ মাহফিলে সাতক্ষীরা জেলার ‘আজিজুল ইসলাম জিহাদী’ নামের কথিত এক ইসলামী চিমত্মাবিদ ধর্মের নামে বর্তমান সরকারের কর্মকান্ডের তীব্র সমালোচনা সহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের কটুক্তি করে বক্তব্য রাখে।তাকে এ ধরনের বক্তব্য প্রদান থেকে নিবৃত্ত করতে তার বক্তব্য দেবার আগেই পুলিশ ও র‌্যাবের যৌথ দল রাতে ওই এলাকায় গেলে তারা আয়োজকদের হামলার শিকার হন।এতে পুলিশ ৪পুলিশ সদস্য আহত ও অন্যরা নাজেহাল হয়ে ফিরে আসতে বাধ্য হন।পুলিশের ওপর হামলায় ঘটনায় রোববার ভোরে ২৬জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় ওই এলাকার অজ্ঞাত প্রায় দেড় হাজার মানুষকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিতর্কিত ইসলামী বক্তা ‘আজিজুল ইসলাম জিহাদী’ সম্পর্কে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা  (ওসি) আবু হেনা মোসত্মফা কামাল জানান,‘সাতক্ষীরা ডিএসবি’র নিকট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তথাকথিত ভন্ড ইসলামী বক্তা ‘আজিজুল ইসলাম জিহাদী’ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের খয়বর সর্দারের ছেলে। মূত: সে একজন জামায়াতের কর্মী।দীর্ঘ দিন যাবৎ সে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী বিতর্কিত ও উস্কানিমূলক নানা বক্তব্য দিয়ে আসছিল বলে তার বিরম্নদ্ধে অভিযোগ রয়েছে।’ (সূত্র-বিজয় নিউজ ২৪ ডটকম)
Ruby