বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

বগুড়ার ধুনটে জমি জমা নিয়ে সংঘর্ষে নিহত-১ মহিলাসহ উভয় পক্ষের আহত ১৪ গ্রেফতার ৭


undefined
দীপক সরকার, বগুড়া থেকে :: বগুড়ার ধুনটে জমি জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে  সংঘর্ষে  একজন নিহত, মহিলাসহ উভয় পক্ষের   ১৪জন   আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার আনারপুর গ্রামে জমি জমা নিয়ে আব্দুল জলিলের সাথে একই গ্রামের অহেদ আলীর দির্ঘ দিন থেকে রিরোধ চলে আসছিল। বুধবার সকালে অহেদ আলী তার পক্ষের লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে আব্দুল জলিলের লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে  সংঘর্ষের সৃস্টি হয়। এসময় প্রতি পক্ষের ছোড়া ফালায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আব্দুল জলিলের ছেলে আইয়ুব আলী(২৫) মারা যায় এবং মহিলাসহ উভয় পক্ষের ১৪জন আহত হয়। আহতরা হলো জাহিদুল ইসলাম(৩০), ডেফুলি বেগম (৫০), আব্দুল হান্নান(৪০), আব্দুল মান্নান(৩২), ফরিদ উদ্দিন(২৮), রন্জু মিয়া(২৮), আবেদ আলী (৪৫), কামাল উদ্দিন(২৫), খোদা বক্স (৩০), আব্দুর রাজ্জাক(৪০), বিটল(১৮), রিজিয়া বেগম(৫৫), সাবিনা খাতুন(২৫) ও খোদেজা বেগম (৪৫)। আহতরা ধুনট ও বগুড়া সজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ধুনট হাসপাতাল গেটের সামনে থেকে বুধবার সকাল ১০টায় বাদশা মিয়া, কামাল হেসেন, খোদাবক্স, জাহিদুল ইসলাম, খোদাবক্স২, আব্দুর রাজ্জাক ও রোকসাানা বেগমকে গ্রেফতার করেছে। নিহত আইয়ুব আলীর বড় ভাই আব্দুল মান্নান জানান তাদের দখলে থাকা  ইরি ধান লাগানো জমিতে গত মঙ্গলবার সন্ধ্যায় অহেদ আলী  নিজের দখলে নেওয়ার জন্য লাল নিশান স্থাপন করে। বুধবার সকালে তারা কয়েক ভাই মিলে ওই নিশান অপসারন করতে গেলে অহেদ আলী সহ তার পক্ষের লোকজন তাদের উপর হামলা করে তার ভাইকে ফালা বিদ্ধ করে হত্যা করেছে। ধুনট থানার ওসি তোজাম্মেল হক ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫জনকে গ্রেফতার  করার কথা স্বীকার করে  সংঘর্ষে নিহত  আইযুব আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছেন। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরিপোর্ট পাঠানো পর্যন্ত সময়ে মামলা দায়ের প্রস্তুতি চলছিল।
Ruby