সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২

বাগমারায় জাল নোট সরবরাহ চক্র সক্রিয়

undefined নাজিম হাসান, বাগমারা,রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর বাগমারা উপজেলায় জালনোট সরবরাহকারী চক্রটি নেটওয়ার্ককের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তারা নানা কৌশলে জালনোট গুলো বাজারে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ক্রেতা ও বিক্রেতারা পড়ছে চরম বিপাকে। তাদের মূল টার্গেট রাজশাহী জেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র তাহেরপুর পৌরসভার হাট, মোহনগঞ্জ হাট, ভবানীগঞ্জ পৌরসভা হাট, মচমইল হাট,সহ উপজেলার ছোট বড় হাট – বাজারে-ক্রেতা ও বিক্রেতা সেজে পঞ্চাশ, এক শত, পাঁচ শত ও হাজার টাকার নতুন নোট জনসাধারণকে দিয়ে বিভ্রামত্ম করছে। উলে­­খত নোট গুলো এতই নিখুঁত যা আসল নোটের মতই পরিস্কার সহজেই চিনা যায় না। আর এ কারণে হাটে আসা ক্রেতা বিক্রেতা এক’শ, পাঁচ’শ, হাজার টাকার নোট নানা পরীক্ষা নিরীক্ষা করেগ্রহণ করছে। সামান্যতম ব্যতিক্রম মনে করলে ক্রেতা বা বিক্রেতারা ঐ সকল টাকার নোট নিতে চাচ্ছেন না। আরজন্যই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বাক – বিতন্ডার ও সৃষ্টি হচ্ছে। এব্যাপারে এলাকার সচেতন মহল প্রসাশনের হসত্মক্ষ্মেপ কামনা করেছেন।
Ruby