রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

ভালুকায় মোটর সাইকেল কারখানার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

বাঘা নিউজ ডটকম, মোঃ আব্দুল কাইয়ুম,  ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় দেশের সর্ববৃহৎ পূর্ণাঙ্গ মোটরসাইকেল তৈরির কারখানার যাত্রা শুরম্ন হয়েছে। শনিবার দুপুরে রানার অটোমোবাইল লিঃ এর একটি পুর্ণাঙ্গ মোটর সাইকেল তৈরীর কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে। ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার পাড়াগাঁও বড়চালা গ্রামে প্রায় ১০০ বিঘা জমির উপর গড়ে ওঠা এ মোটরসাইকেল কারখানা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উদ্বোধন কালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে দেশীয় কোম্পানীর উৎপাদিত মানসম্মত পন্য রফতানি, শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি ও জনকল্যাণ মূলক কাজে গুরম্নত্বপুর্ণ ভূমিকা পালনের জন্য দেশীয় কোম্পানী গুলোকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের অগণিত বেকার সমস্যার সমাধানা করা। রানার অটো মোবাইলস লিমিটেডের চলমান চাকা আরো গতিশীল হোক এ প্রত্যাশা করি’।
রানার অটো মোবাইল লিঃ এর চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান এ প্রতিবেদককে জানান, দেশের মানুষের কাছে দেশীয় মোটর সাইকেল পৌছে দেওয়ার লক্ষ্যে ১শত বিঘা জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে এই কারখানাটি। এই কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবে প্রায়  চার শতাধিক বেকার। এ ফ্যাক্টরীতে প্রতিদিন গড়ে ৫০০টিরও বেশি মোটর সাইকেল তৈরী করা যাবে। তিনি সর্বসত্মরের মানুষের কাছে সাধ্যের মধ্যে মানসম্মত মোটর সাইকেল তুলে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহামুদ চৌধুরী এমপি, ভালুকার সাংসদ ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ এম আমান উলস্নাহ, রানার গ্রম্নপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেঃ জেনারেল শফিকুজ্জামান, উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ ধনুসহ কোম্পনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। (বিজয় নিউজ ২৪ ডটকম)
Ruby