মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১২

সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চারঘাট প্রতিনিধি :: সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ সায়েদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজশাহী মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান তানবিরুল আলম।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ফিরোজ আহম্মেদ, আলী আজাদ, শফিকুল ইসলাম, ফারুক হোসেন ও শামীম আহাম্মেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Ruby