সোমবার, ৯ জানুয়ারি, ২০১২

সরাইলে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

বাঘা নিউজ ডটকম, শেখ মো:ইব্রাহীম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার  সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের  বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার দুপুরে সরাইল উপজেলা সদরে ওই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা বিদ্যালয় থেকে মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন। সমাবেশে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো: শফিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক গৌরী রাণী রায়,দিপ্তী রাণী রায়,সেলিম আজহারুল ইসলাম ঠাকুর, আবু জাফর মোঃ সহিদুর রহমান ও নবম শ্রেণীর ছা্ত্রী ফুল কলি রাণী দাস। সমাবেশে তারা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানায়। জানা যায়,গত ৩ জানুয়ারী সরাইল উপজেলার কুট্রাপাড়ায় পরিবহণ নিয়ে দু’দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বিদ্যালয়ে ছিলেন। খুনের ঘটনার মতো জঘণ্য ঘটনায় তাকে হয়রানী করে জড়িত করা হয়েছে। জানা যায়,গত ৩ জানুয়ারী সরাইল উপজেলার কুট্রাপাড়ায় পরিবহণ নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পরিবহন চালক রিপন মিয়া নামে একজন নিহত হয়। এ ঘটনায় শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে আসামী করা হয়েছে। (বিজয় নিউজ ২৪ ডটকম)
Ruby