জানাগেছে, বিগত ৩ বছর পূর্বে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান বোচাগাড়ি গ্রামের শহিদুর ও চন্ডিপুর গ্রামের তারা মিয়ার বন্ধুত্বের এক পর্যায়ে শহিদুরের স্ত্রী হাসিনা বেগম তারা মিয়ার হাত ধরে চলে যায়। একপর্যায়ে বিয়ে সবন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের এক কন্যা সন্তান রয়েছে। এই ঘটনার খবর শুনে তারা মিয়ার স্ত্রী রোমানা শহিদুরের হাত চলে গিয়ে তারাও প্রতিশোধ মূলক বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তারা মিয়া ও হাসিনা চন্ডিপুর গ্রামে নিজ বাড়িতে ও শহিদুর রোমানা হরিপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামে বসবাস করছে। স্বামী বদলের ৩ বছরের পরও তাদের সংসার জীবন ভালই কাটছে বলে তাদের সাথে কথা বলে জানা গেছে। এলাকাবাসী জানায় তারা মিয়া ও শহিদুর উভয়ই বিভিন্ন অপরাধ মূলক কর্মে লিপ্ত। তারা ধাবত মুদ্রা প্রতারাণা ব্যবসাসহ জুয়া খেলার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব সৃষ্টি হয়।
