মাত্র ৪৮ বছর বয়সেই থেমে গেল মার্কিন পপকুইন হুইটনি হিউস্টনের জীবনের চাকা। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় ১২ তারিখ ভোর পৌণে ছয়টায়) যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হোটেল বেভারলি হিলটনের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এখনো পর্যন্ত তার মৃত্যূর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। খবর ইয়াহু নিউজের।খবরটি নিশ্চিত করেছেন হুইটনির মুখপাত্র ক্রিস্টেন ফস্টার। তবে কিভাবে তার মৃত্যু হলো এ বিষয়ে কোন নির্দিষ্ট তথ্য তিনি জানাননি।
ছয়বারের গ্র্যামীজয়ী হিউস্টনই ছিলেন একমাত্র নারী সঙ্গীত শিল্পী যিনি ২০১০ সাল পর্যন্ত রেকর্ড ৪০০ টিরও বেশী আন্তর্জাতিক পুরষ্কার নিজের ঝুলিতে ভরেছেন। ছয়বার গ্র্যামী জয় ছাড়াও এই তালিকাতে রয়েছে দুটি এমি, ৩০ টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ আরও অনেক উল্লেখযোগ্য পুরষ্কার।
কেবল একজন সঙ্গীতশিল্পী হিসেবেই নয়, একজন গুণী অভিনয়শিল্পী এবং সুপামডেল হিসেবেও তার খ্যাতি ছিলো আকাশ ছোঁয়া। তার অভিনীত হলিউডি ছবিগুলো হলো ‘দ্যা বডিগার্ড’, ‘ওয়েটিং টু এক্সহেইল’ এবং ‘দ্যা প্রিচারস ওয়াইফ’। এরমধ্যে কেভিন কস্টনারের বিপরীতে ১৯৯২ সালে তার অভিনীত ছবি ‘দ্যা বডিগার্ড’ সে সময়ের সবচেয়ে বেশী উপার্জনকারী ছবি হিসেবে রেকর্ড গড়েছিলো।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে সংগীত শিল্পী ও তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিখ্যাত সংগীত প্রযোজক কুইন্সি জোনস এক শোকবার্তায় বলেছেন, ‘হুইটনির চলে যাওয়ার খবরে আমার হৃদয় ভেঙে গেছে। তিনি ছিলেন অতুলনীয় মেধাবী। তার সঙ্গে কখনো কাজ করা হয়ে ওঠেনি। এই দুঃখ আমার কখনো ঘুচবে না।’
জনপ্রিয় পপ তারকা রিহানা তার এই পূর্বসূরীকে বিদায় জানিয়েছেন টুইটারে- ‘শুধুই অশ্রু’, আর কিছু নয়।’
(সূত্র-বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)
