রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

লন্ডনে ছুরিতে জখম ভারতীয় ছাত্র


altবাঘা নিউজ ডটকম, ডেস্ক :: লন্ডনে ছুরির আঘাতে মারাত্মক জখম হলেন এক প্রবাসী ভারতীয় ছাত্র। জখম ওই ছাত্র হায়দরাবাদের বাসিন্দা। নাম প্রবীণ রেড্ডি। গুরুতর জখম অবস্থায় লন্ডনেরই একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন প্রবীণ।
তাঁর অবস্থা আশঙ্কাজনক। বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ ছুরিকাঘাতে আহত ছাত্রকে সমস্ত সাহায্য করার জন্য নির্দেশ দিয়েছেন লন্ডনের ভারতীয় দূতাবাসকে। প্রবীণের বাবার সঙ্গে ফোনে কথা বলে তাঁকেও সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী।
লন্ডন বিজনেস স্কুলের এমবিএ ছাত্র প্রবীণ শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। সেখানেই বন্ধুদের মধ্যে ঝামেলা বেধে যায়। ছুরি নিয়ে একজন হামলা করে ওই ভারতীয় ছাত্রের ওপর। তবে হামলাকারী কে, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। বর্ণবিদ্বেষের কারণেই এই হমালা কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। (সূত্র-ইউকেবিডি)
Ruby