রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

পীরগঞ্জে সম্পত্তি বিরোধে দু’টি পরিবারে মামলা জট


আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: জেলার পীরগঞ্জ উপজেলার ঘোড়াধাপ গ্রামে সম্পত্তি বিরোধে দুটি পরিবারের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বেড়েছে মামলা জট । এ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও মামলার উদ্ভব হওয়াসহ দু’পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকার সচেতন মহল। জানা যায়, সম্প্রতি ঐ গ্রামের আজগর আলীর পুত্র হাসান আলীর ভোগদখলে থাকা বাড়ীর আঙ্গিনায় রোপনকৃত সুপারী গাছ ও একটি লেট্রিন ভেঙ্গে ফেলে প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক, আব্দস সামাদ, সাদেকুল ও নূরনাহার সহ কয়েক ব্যাক্তি। এ সময় বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় হাসান আলীর স্ত্রী শামিমা আকতার, মৃত আব্দুর রশিদের স্ত্রী নূর নাহার। উভয় পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয় থানায়। বিষয়টি পারিবারিক ও তুচ্ছ ঘটনা হওয়ায় থানার অফিসার ইনচার্জ বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার পরামর্শ দিয়ে তাদেরকে মামলা মোকদ্দমায় জড়াতে নিরুৎসাহিত করেন। যা নিয়ে স্থানীয়ভাবে আপোশ রফার চেষ্টা চলাকালে অজ্ঞাত খুটির জোরে প্রয়োজনীয় তদন্ত ছাড়াই আকষ্মিকভাবে নূর নাহার বেগমের অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়ে যায থানায়। ফলে আপোশ রফার বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং উভয় পরিবারের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রুজু হওয়া মামলার নিষ্পত্তি করতে স্থানীয় পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Ruby