শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২

ফিটনেস বিহীন নৌ-যানগুলো কারনে কোন দূর্ঘটনা ঘটে থাকলে তার জন্য মন্ত্রাণালকে দায়ী করা ঠিক নয়- শাজাহান খান


বাদল সাহা, গোপালগঞ্জ ::  নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, লঞ্চ দূর্ঘটনা এড়াতে নৌযান সংখ্যা নিরুপনের জন্য সরকারীভাবে সারা দেশে ২১জন সার্ভেয়ার নিয়োগ দেওয়া হচ্ছে। তারা জরিপ কাজ শেষ করলে নৌযান গুলোর ফিটনেস পরীক্ষা নিরীক্ষা করে রেজিষ্ট্রেশন দেওয়া হবে। সারা দেশে যে পরিমান নৌ-যান চলে তারা নিরুপন বা হিসাব কোন জেলা প্রশাসকের কাছে নেই। ফলে এ সব ফিটনেস বিহীন নৌ-যান গুলো দূর্ঘটনা শিকার হয়। মহাসড়কে থেকে যেমন অবৈধ নসিমন-করিমন বন্ধ করা সম্ভব নয় তেমনি ফিটনেস বিহীন নৌ-যান গুলো চলাচল বন্ধ করা সম্ভব নয়। এ কারনে কোন দূর্ঘটনা ঘটে থাকলে তার জন্য নৌ-পরিবহন মন্ত্রাণালকে দায়ী করা ঠিক নয়। 

আজ শনিবার বিকালে কোটালীপাড়া উপজেলা বুরুয়া গ্রামে কেন্দ্রীয় নিত্যানন্দ সেবা আশ্রম  সংঘের উদ্ধোধনকালে সাংবাদিকদের সাথে আলাপের সময় তিনি এ কথা বলেন।

নৌ-মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের নৌ-পথ ২৪ হাজার বিলোমিটার। এখন আছে মাত্র ৩ হাজার ৬’শত কিলোমিটার। বাকী ২০ হাজার ৪’শ কিলোমিটার নৌ-পথ বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশের নৌ-পথের অবস্থা আগের মত আনতে গেলে ৫৩টি নদী পথ খনন করতে হবে। এজন্য বর্তমান সরকার ১১ হাজার ৪’শত ৭৩ কোটি টাকা বরাদ্দ করেছে। টাকা পেলে অচল নৌ-পথ গুলো খনননের মাধ্যমে সচল করে নৌ-চলাচল ব্যবস্থাকে জোরদার করা হবে। ৫৩টি নদী খনন করতে আমাদের প্রায় ৫০টি ড্রেজার মেশিন প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় হল এর আগের কোন সরকার নদী খননের জন্য একটিও ড্রেজার মেশিন ক্রয় করেনি। এ সরকার ইতিমধ্যে ২৬টি ড্রেজার মেশিন ক্রয় করেছে। ড্রেজারের মাধ্যমে বাকী নৌ-পথ গুলো সচল করতে আমাদের ৯ বছর সময় লাগবে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড্যাঃ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম হুমায়ূন কবীর, সাবেক পৌর মেয়র এস.এম কামাল হোসেন, রাজৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া, সাবেক রাজৈর উপজেলা চেয়ারম্যান গোলাম মাওলা, কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা, সাবেক চেয়ারম্যান চারু চন্দ্র গাইন, কৃষ্ণ প্রসাদ মজুমদার, সাংবাদিক বরীন্দ্রনাথ অধিকারী, ক্ষিতীশ দত্ত, ভবেন্দ্রনাথ বিশ্বাস, বাবুল হাজরা, রাফেজা বেগম, সংঘের সেবাইত জয়দেব ব্রহ্মচারী প্রমুখ। আলোচনা সভা শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ সংঘের শুভ উদ্ধোধন করেন। #

গোপালগঞ্জে “সবার জন্য খেলা” একদিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাদল সাহা, গোপালগঞ্জ ঃ

গোপালগঞ্জে “সবার জন্য খেলা” একদিনের আন্ত স্কুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা সদরের শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের আয়োজনে ব্রিটিশ কাউন্সিল এর সহযোগীতায় স্থানীয় লোকজ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। 

কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলাকে পূর্ন:প্রচলন করতে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠিত খেলাধুলার মাঝে ছিল বালকদের জন্য হা-ডুডু, সাতচাড়া, র‌্যাবিটস্, কলা গাছে ওঠা, ১০০ মিটার দৌড়, বালিকাদের জন্য বৌছি, গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, র‌্যাবিটস্, ১০০ মিটার দৌড়, পুরুষদের জন্য বিস্কিট দৌড়, ৫০ মিটার দৌড় এবং মহিলাদের জন্য পানির পাত্র ভরাট, হাড়িভাঙ্গা ও বরই কুড়ানো। এছাড়া অন্যান্য ইভেন্টে ছিল কৃষকদের খড় কাটা, লাঠি খেলা ও রিক্সা চালকদের গাড়ী সচল করা। মোট ১৯ টি ইভেন্টে প্রতি উপজেলার ৭৬ জন করে  মোট ২৮৮ জন প্রতিযোগী এদিনের খেলায় অংশ গ্রহন করে।
জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন  অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি এ্যাডঃ কাজী আব্দুর রশীদ। জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিশেষ অতিথি ছিলেন অলিম্পিক এসোসিয়েশনের লেঃ কমান্ডার একে সরকার। এসময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলী নঈম খান জিমি প্রমূখ উপস্থিত ছিলেন।
Ruby