বাদল সাহা, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের কাশিয়ানীতে মলম পার্টির খপ্পরে পরে আলমগীর (২৭) নামের এক যুবক আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার মাঝিগাতী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত আলমগীরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক হাসমত উল্লাহ জানান, সকালে উপজেলার সমেষপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আলমগীর মাওয়া যাবার জন্য যাত্রীবাহী একটি মাইক্রোবাসে ওঠে। গাড়ীটি কিছু দূরে যাবার পর ভিতরে থাকা অপর ৬যাত্রী তার চোখে মলম লাগিয়ে দেয়। এসময় সে চিৎকার করলে স্থানীয় লোকজনে সন্দেহ হয় এবং তারা গাড়ীটি ধাওয়া করে। এতে ওই মাইক্রোবাসের চালক ও মলম পার্টির সদস্যরা গাড়ীটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা আলমগীরকে উদ্ধার করি এবং গাড়ীটি আটক করে থানায় নিয়ে আসি। এব্যপারে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
