বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামে ৪৫ হাজার টাকার জাল নোটসহ মহিলা গ্রেপ্তার


চট্টগ্রাম ব্যুরো :: জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) ও জনাব মোঃ আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা এর নেতৃত্বে এসআই/ প্রিটন সরকার, এসআই/ মোঃ ইলিয়াছ খান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন জহুর হকার্স মার্কেটের পশ্চিম পার্শ্বের মাঠে একটি সংঘবদ্ধ চক্র জালটাকার পাইকারী লেনদেন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেওয়া টিম দ্রুত  ঘটনাস্থলের আশেপাশে ওৎপেতে থেকে ইং ২২-০২-২০১২ইং তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১৫ ঘটিকার সময় ০১জন মহিলা ও ০২জন পুরুষ লোককে মাঠের একপার্শ্বে শলাপরার্শ করতে দেখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুরুষ লোকটি লোকের ভীড়ের মধ্যে আত্মগোপণ করে। তখন পুলিশ উক্ত মহিলাকে আটক পূর্বক সঙ্গীয় মহিলা কংদ্বারা তল্লাশী করে তার পরিহিত স্যালোয়ারের পকেটে ১০০০/-টাকা মূল্য মানের ৪৫টি জাল নোটসহ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার নাম  (১) নাজমা বেগম (২২), স্বামী-মোঃ মোরশেদ, পিতা-আব্দুল মোতালেব, সাং-দলিগ নগর, খালেক দুবাইওয়ালার বাড়ী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-কালেরহাট, চৌকিদার বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম‘কে আটক করে। ধৃত আসামীকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আরো জানায়, পালিয়ে যাওয়া আসামী ১) মোঃ জাবেদ (২৬), পিতা-আবুল কালাম, সাং-ফুল ঘর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, ২) মোঃ মোশারফ হোসেন (২৫), পিতা-অজ্ঞাত, সাং-গোয়ালপাড়া, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম‘গণ দীর্ঘ দিন যাবৎ জাল টাকার পাইকারী ব্যবসা করে আসছে। তারা ধৃত আসামীকে পাইকারী দরে জালটাকা সরবরাহ করে থাকে। ধৃত আসামী প্রতিটি ১০০০/-টাকার কথিত জালনোট নগদ ৪০০/-টাকায় ক্রয় করে তা সে খুচরা পর্যায়ে ৫০০/-টাকা করে বিভিন্ন মহিলাদের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। ধৃত আসামী ইতিপূর্বেও জালটাকাসহ ধৃত হয়ে ০১ বৎসর পূর্বে জামিনে এসে পূনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়ে। এ সংক্রান্তে ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৪৪ তারিখ-২৩/০২/১২ ইং ধারা-১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Ruby