মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

বাঘার মনিগ্রাম বাজার কমিটির নির্বাচন ৮ মার্চ প্রচারে পঞ্চমুখ প্রার্থীরা, কদর বেড়েছে ভোটারদের

বাঘা নিউজ ডটকম, ডেস্ক :: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজার পরিচালনা কমিটির নির্বাচন আগামী ৮ মার্চ ২০১২ ইং রোজ বৃহস্পতিবার আহবায়ক কমিটির পরিচালনায় ভোট গ্রহনের দিন নির্ধারণ করা হয়েছে। বাজার প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম বারের মত ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনিগ্রাম বাজার ব্যবসায়ীদের সুষ্ঠ কমিটি গঠনে নির্বাচন। পোষ্টার, হ্যান্ডবিল, ব্যানারসহ প্রার্থীদের ছবি ও প্রতিকযুক্ত সাইন বোড লাগিয়ে নির্বাচনী প্রার্থীরা নিরালস ভাবে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে। সকাল ৮ ঘটিকা থেকে আরম্ভ করে রাত ১০ ঘটিকা পর্যন্ত প্রার্থীরা সকলের দোয়া কামনা করে নিজের যোগ্যতা দেখিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। উক্ত নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সদস্যসহ সকল পদের প্রার্থীরা নিজ নিজ প্রতিক/মার্কা নিয়ে প্রচারে পঞ্চমুখ ভোটারদের কাছে। পাশা-পাশি ভোটারদের কদরের কমতি নেই প্রার্থীদের কাছে। এছাড়াও বাজার দোকানদার অর্থাৎ ভোটাররা বিভ্রান্তিতেও রয়েছে কাকে ছেড়ে কাকে ভোট দিবে। কারণ আগামি ৮ মার্চ নির্বাচনে ১৯৩ জন ভোটারের মধ্যে বিভিন্ন পদের মোট ২২ জন প্রার্থী রয়েছে। এদের মধ্যে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সাংগঠনিক পদে ১ জন ও সদস্য পদে ৫ জন প্রার্থী নির্বাচিত হবেন। প্রতি প্রার্থীর পদবী ও প্রতিক নিম্নে দেওয়া হইল-সভাপতি পদে ২ জন রয়েছে (১) মোঃ শফিকুল ইসলাম প্রতিক-রিক্সা, (২) মোঃ আব্দুল কুদ্দুস প্রতিক-ছাতা। সহ-সভাপতি পদে ২ জন (১) মোঃ নজরুল ইসলাম প্রতিক-মই, (২) মোঃ মাসুদ রানা প্রতিক-কলস। সাধারন সম্পাদক পদে ২ জন (১) মোঃ গোলাম মোস্তফা প্রতিক-আম, (২) মোঃ আব্দুল গনি প্রতিক-ফুটবল। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন (১) মোঃ মফিজ উদ্দীন প্রতিক-মাছ, (২) ডাঃ জি, কিবরিয়া প্রতিক-বাই সাইকেল, (৩ মোঃ রবিউল ইসলাম বাবলু প্রতিক-হাত পাখা। এবং সদস্য পদে ১৩ জন (১) ডাঃ গোলাম পাঞ্জাতন প্রতিক-জগ, (২) মোঃ গোলাম মোস্তফা প্রতিক-গরুর গাড়ি, (৩) মোঃ মাহাতাব আলী প্রতিক-প্রজাপতি, (৪) মোঃ আব্দুস সালাম প্রতিক-টিউবয়েল, (৫) মোঃ আত্তাব আলী প্রতিক-বাঘ, (৬) মোঃ মোস্তফা কামাল প্রতিক-হারিকেন, (৭) মোঃ জিল¬ুর রহমান প্রতিক-হাঁস, (৮) মোঃ শামসুল হক প্রতিক-বই, (৯) মোঃ সাইফুল ইসলাম প্রতিক-দোয়াত কলম, (১০) মোঃ গোলাম মোস্তফা (গোলাফ) প্রতিক-বাস, (১১) মোঃ মকবুল হোসেন প্রতিক কাঁচি, (১২) মোঃ ছানাউল বিশ্বাস প্রতিক-কুড়ে ঘর, (১৩) মোঃ সেলিম রেজা (চিকু) প্রতিক-তালা চাবি।
এই নির্বাচনের ব্যাপারে বাজারের বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সকল পদের প্রার্থীই ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। উক্ত নির্বাচনে যোগ্য ব্যাক্তিই  নির্বাচিত হোক বলে মত প্রকাশ করেন মনিগ্রাম বাজার ব্যাবসায়ীরা। যাতে করে তত্বাবধায়ক সরকারের আমলে ভেঙ্গে দেওয়া দোকানঘর গুলো  তদারকীর মাধ্যমে নতুন ভাবে এই বাজারকে সূ-প্রতিষ্ঠিত করতে পারে এমন লোক নির্বাচনে জয় লাভ করলে বাজার ব্যাবসায়ীদের জন্য মঙ্গল বয়ে আনবে।
Ruby