সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

বাঘায় আগুনে এক ট্রাক আউড় ভষ্মিভূত, ক্ষতির পরিমান ১ লক্ষ টাকা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারের পশ্বিম পার্শ্বে রবিবার দিবাগত রাত ১২ টার সময় চলমান আউড় বোঝাই (যশোর-ট-০২-০২৩১) নাম্বার ট্রাকে আকস্মিক আগুন ধরে ১৪ হাজার আউড় পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ট্রাক সহ আনুমানিক প্রায় ১ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও রাজশাহী ফায়ার ব্রিগেড সুত্রে জানা যায়, জেলার বাঘা উপজেলার মনিগ্রাম বাজারের পশ্বিম পার্শ্বে আউড় বোঝাই চলতি ট্রাকে আগুন লাগে। আগুন দেখে স্থানীয় গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রনের বাইরে গেলে তারা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন নিয়ন্ত্রনের ফলে ট্রাকটির বডি কিছুটা পুড়লেও বড় ধরনের তেমন কোন ক্ষতি সাধিত হয়নি। কিন্তু ট্রাকে বোঝাই আউড় সমস্থ ভস্মিভূত হয়ে গেছে। কিভাবে এ আগুনের সুত্রপাত হয়েছে সে ব্যাপারে তারা কিছু জানাতে পারেনি। ট্রাকের ড্রাইভার আমিরুল ইসলাম জানান, রাজশাহীর লক্ষীপুর এলাকার মজিবুর রহমান ওই ট্রাকটির মলিক। আউড় রাজশাহী আড্ডা থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। আউড় মালিকের বাসা রাজশাহী মুন্ডুমালা।
এব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্য (ওসি) আলী আহম্মেদ হাসমী জানান, দূর্ঘটনার খবর পাওয়া মাত্র আমাদের ফোর্স পাঠিয়েছি এবং  তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে।

Ruby