মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

সোনাতলায় ২ দিন অনশনের পর পুলিশের উপস্থিতিতে বিয়ের পিড়িতে বসলেন কলেজ ছাত্রী শাবানা

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) থেকে :: বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের দাবিতে ২ দিন অনশনের পর অবশেষে অনশন ভেঙ্গে বিয়ের পিড়িতে বসলেন কলেজ ছাত্রী প্রেমিকা শাবানা খাতুন (১৮)। গত রবিবার গভীর রাতে থানা পুলিশের উপস্থিতিতে ১ লাখ ১০ হাজার টাকা দেন মোহরানায় প্রেমিক শাহিন মিয়া (২১) এর সাথে প্রেমিকা শাবানা খাতুন (১৮) এর বিয়ে সম্পন্ন হয়েছে।
উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও বগুড়া আযিযুল হক কলেজের অনার্সের ছাত্র শাহিন মিয়ার সাথে একই গ্রামের টুকুর মেয়ে ও জাহানারাবাদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শাবানা খাতুনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই এক পর্যায়ে প্রেমিকা শাবানা খাতুন গত শনিবার দুপুড়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদের হস্থক্ষেপে ও থানার এ এস আই মহিউদ্দিনের উপস্থিতিতে রবিবার রাতে প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান, দিগদাইড় ইউনিয়ন কাজী রবিউল ইসলাম ও সোনাতলা থানার এ এস আই মহিউদ্দিনের সাথে যোগাযোগ করলে বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
Ruby