এনামুল কবীর টুকু, নড়াইল : পুশব্যাকের অপেক্ষায় প্রহর গুনছে পাচার হওয়া দুই ছাত্রীর স্বজনরা। নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রাম থেকে দোলন খানম (১৪) ও বৃষ্টি খানম (১১) ৩ জানুয়ারি সকাল ১০টা ১৫ মিনিটে অপহৃত হয়। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি মামলা হয়। মামলা নং- ১০, তাং ১২.০১.১২।এ বিষয়ে মামলার বাদী তাছলিমা বেগম জানান, আমার মেয়ে দোলন ও ভাগ্নি বৃষ্টি নড়াইল পৌরসভার উজিরপুরস্থ আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে অপহৃত হয়।এ ঘটনার পর এলাকার লোকজনের সহযোগিতায় এলাকার কুখ্যাত নারী ও শিশু পাচারকারী পরিবারের অভিভাবকদের চাপ দেয়া হয়। এতে তারা প্রাথমিকভাবে অপহৃতদের ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলেও কথা রাখেনি। তারা আমাকে ও আমার পরিবারকে আইনের আশ্রয় নেয়া থেকে বিরত রাখার জন্য বিভিন্ন কায়দায় কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে তারা বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে উল্টো হুমকি দেয়।
এ অবস্থায় এলাকার গণ্যমান্য লোকজনের সহায়তায় থানায় সেলিম মোল্লা (২৫), রাশেদ (২৫), মনিরুল (২৯) কাজল (২৭), শিমুল (২৮) ও আলম শেখ (৩৫) কে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা করার পর পুলিশ এ বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে আসামি পক্ষের লোকদের সঙ্গে সখ্যতা পড়ে তোলে। এতে আমাদের নীরবে বসে থাকা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এরপর গত দুইদিন আগে খবর এসেছে, বৃষ্টি ও দোলন ভারতের বনগাঁও জেলে আটক রয়েছে।
তাদের সময়মত পুশ ব্যাক করা হবে। এখন আমাদের অপেক্ষার প্রহর গোনা ছাড়া আর কিছুই করার নেই। আমার মেয়ে দোলন গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। অন্যদিকে আমার বোনের মেয়ে বৃষ্টি গোবরা প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। দোলনের বাবার নাম মৃত বিপ্লব সেখ ও বৃষ্টির বাবার নাম নজরুল ইসলাম, মা মেহেরুন্নেছা। অন্যদিকে আসামিরা সদর থানার গোবরা ও পার্শ্ববর্তী গ্রামের। বিজয় নিউজ ২৪ ডটকম,
