বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

নাটোরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত


আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় আহত লুৎফর রহমান (৫৫) নামের এক মুক্তিযোদ্ধা ও আনছার আলী (৫০) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। লুৎফর রহমান চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের মৃত শুকুর মোল্লার ছেলে। তিনি বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে মারা যান। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মহিষমারী স্কুল থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিষমারী কাচারী পাড়ায় বিপরিত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হলে বুধবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে মহিষমারী কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আনছার আলী মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে সিএনজিতে করে স্কুলে যাবার পথে শেরকোল ব্রীজের পাশে দূর্ঘটনার শিকার হন। মারত্মক আহত অবস্থায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়া হয়। বুধবার রাত দু’টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। আনছার আলী সিংড়া পৌরসভার মাদারীপুর মহল¬ার মৃত মেহের প্রামানিকের ছেলে। 
Ruby