রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদ চট্টগ্রাম মেট্টোপলিটন প্রেস ক্লাব অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে কাটগড়ায় দাড় করনো হউক


জীবন কৃষ্ণদেবনাথ, চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা বলেছেন সাগর-রুনি হত্যাকাণ্ডের র্দীঘদিন পার হয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিষয়ে কোন ক্লু উদঘাটন করতে পারেনিকাউকে গ্রেফতার  করতে পারেনি তারা পুলিশের এ ব্যর্থতা রহস্যজনকগতকাল রবিবার সকালে চট্টগ্রাম মেট্টো পলিটন প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম মেট্টো পলিটন প্রেসক্লাবে সাংবাদিক আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেনসাংবাদিক নেতারা বলেন, আমরা সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সহকর্মীকর্মস্থল ভিন্ন হলেও তাদের সঙ্গে আমাদের অনেকেরই ঘনিষ্ঠতা ছিলতাদের সাধারণ জীবনযাপন সম্পর্কে আমরা জানতামআমাদের কখনোই তাদের জীবনযাপন স্বাভাবিকতার বাইরের কিছু মনে হয়নিতারা বলেন, সাগর-রুনি সাংবাদিক বলে তাদের নিয়ে নানামুখী প্রচার-প্রচারণা চলছেএতে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছেকিন্তু যেভাবেই হোক এ ঘটনার বিচার হতে হবেসাগর-রুনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে যে কোন সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠী ভবিষ্যতে সাংবাদিকদের উপর হামলা করতে দ্বিধাবোধ করবে নাচট্টগ্রাম মেট্টো পলিটন প্রেসক্লাবে সভাপতি জালাম উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্টো পলিটন প্রেস ক্লাবের সম্পাদক জীবন কৃষ্ণ দেবনাথ তিনি বলেন অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাড় করিয়ে উপযুক্ত বিচার করা হউকখুনি যদি মিডিয়ার কর্মীও হয়ে থাকে তারপরও তাকে প্রকাশ্যে আদালতের কাঠগড়ায় উপযুক্ত শাস্তি প্রদান করার দাবী জনান তিনি।  
Ruby