আল মাহামুদুল হাসান বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :: ক্রীড়া মানুষকে বিপথগামীতা থেকে দুরে রাখে। আজকের প্রজন্মকে নেশার ছোবল থেকে বাঁচাতে তাদের খেলার মাঠমূখী করা আবশ্যক। তাদের খেলার মাঠমূখী করা না গেলে সমাজ চরম ক্ষতিগ্রস্থ হবে। ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত রোববার রাতে উপজেলা পরিষদ মাঠে ব্যাড মিন্টন টুর্নামেন্ট এর চুড়ান্ত খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শহিদুল হক , ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না। চুড়ান্ত খেলায় রানীশংকৈল শেখ ফরিদের দল ও বীরগঞ্জ ব্যাড মিন্টন ক্লাব অংশ গ্রহন করে। খেলায় রানীশংকৈল শেখ ফরিদের দল বীরগঞ্জ ব্যাড মিন্টন ক্লাব কে ৩-০ সেট এ হারিয়ে বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। খেলায় লীগ পর্যায়ে ১৬ টি দল অংশ গ্রহন করে।
