মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর শুকনো আত্রাইয়ের বিস্তীর্ণ বালুকালয়ে বোরো রোপন করে বাড়তি আয়ের স্বপ্ন দেখছে উপজলার শত শত কৃষক। এক সময়ের উত্তাল এ আত্রাই নদী এখন বছরের বেশীরভাগ সময়ই শুকিয়ে থাকে। নদীটির এ শুকনো চরে এবার বোরো রোপনে ঝুঁকে পড়েছেন কৃষক। মাঠের জমির পাশাপাশি নদীর বুকে বোরো চাষ করে বাড়তি আয় আসবে এমন আশায় কৃষক এখন নদীর চরে ব্যস্ত সময় পার করছে। মাঠের জমির তুলনায় নদীর চরে ধানচাষে খরচ খুবই কম। সামান্য শ্রমিক খরচ ছাড়া সেচ, সার ও কীটনাশক খরচ নেই বললেই চলে। নদীর কুল ঘেঁষে থাকা পানি দিয়েই সেচের প্রয়োজন মিটে যায়। সার ও কীটনাশক লাগে খুবই কম। উপজেলার লক্ষণপুর গ্রামের কৃষক লতিফর রহমান জানায়, তিনি নদীর চরের ১০ কাঠা জমিতে বোরা লাগিয়েছেন। কৃষক আতিকুর চরের ৮ কাঠা জমিতে বোরো চাষ করেছেন। নদীর উভয় পাশের প্রায় ১৮ কিঃমিঃ এলাকার বিস্তীর্ণ বালুকালয়ে এভাবে শত শত কৃষক বোরো আবাদে ঝুঁকেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, নদীর উভয়পাশের চরের শতাধিক বিঘা জমিতে কৃষকরা বোরোচাষ করেছেন।

